জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক বাতিলের দাবিতে স্টুডেন্টস ফর সভারেন্টির হুঁশিয়ারি।

0

ভারতীয় গোয়েন্দা সংস্থার পৃষ্ঠপোষকতায় পরিচালিত সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ-এর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের আসন্ন বৈঠক বাতিলের দাবিতে জোরালো অবস্থান নিয়েছে ‘স্টুডেন্টস ফর সভারেন্টি’। সংগঠনের গণমাধ্যম সেলের পক্ষ থেকে ইমাদ হাসান স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়েছে, “ইউপিডিএফ এর সাথে ঐকমত্য কমিশন বৈঠক করার চেষ্টা করলে সার্বভৌমত্বের স্বার্থে শিক্ষার্থীরা তা শক্ত হাতে প্রতিহত করবে। ইনশাআল্লাহ!”

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, গত ১১ মে ২০২৫ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশের মাধ্যমে সংগঠনটি ১৫ই মে তারিখে কমিশনের নির্ধারিত বৈঠক বাতিলের আহ্বান জানিয়েছিল। তারা ইউপিডিএফ-কে “ভারতীয় গোয়েন্দা সংস্থার পরিচালিত একটি সন্ত্রাসী গোষ্ঠী” হিসেবে আখ্যা দিয়ে বলে, রাষ্ট্রবিরোধী শক্তির সঙ্গে আলোচনার কোনো নৈতিকতা নেই।

তবে কমিশনের পক্ষ থেকে এখনও বৈঠক বাতিল না করায় ‘স্টুডেন্টস ফর সভারেন্টি’ গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তারা জানায়, “বৈঠকটি অতিদ্রুত বাতিল করতে হবে। অন্যথায় শিক্ষার্থীরা মাঠে নামতে বাধ্য হবে।”

 

আগের পোস্টখাগড়াছড়ি থেকে অপহৃত ছেলেকে ফিরে পেতে পরিবারের আর্তনাদ।

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন