১৩ মাস পর পর্যটন খুললো বান্দরবান — পর্যটনে ফিরছে প্রাণচাঞ্চল্য।

0

হিলনিউজবিডি প্রতিনিধি | বান্দরবান 

প্রায় তেরো মাস বন্ধ থাকার পর অবশেষে সীমিত পরিসরে খুলে দেওয়া হয়েছে বান্দরবানের পাহাড়ঘেরা দুই উপজেলা থানচি ও রুমার নির্দিষ্ট অংশ। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং স্থানীয় প্রশাসনের সিদ্ধান্তের ভিত্তিতে ৬ জুন থেকে বগালেক ও তমাতুঙ্গী পর্যন্ত পর্যটকদের চলাচলে শর্তসাপেক্ষে অনুমতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৫ জুন) জেলা প্রশাসক বান্দরবান শামীম আরা রিনি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আইন শৃঙ্খলা রক্ষা ও সমন্বয় কোর কমিটির সভার সিদ্ধান্ত এবং বান্দরবান ৬৯ ব্রিগেডের পত্রের আলোকে এই সিদ্ধান্ত কার্যকর হয়। তবে পুরো উপজেলায় নয়—শুধুমাত্র বগালেক (রুমা) এবং তমাতুঙ্গী (থানচি) পর্যন্ত সীমাবদ্ধ থাকবে ভ্রমণের অনুমতি।

নিরাপত্তা নিশ্চিতে কয়েকটি শর্ত আরোপ করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো:

১.বগালেক ও তমাতুঙ্গী ছাড়া থানচি ও রুমার অন্য কোথাও পর্যটকদের চলাচল নিষিদ্ধ।
২.নিবন্ধিত ট্যুর গাইড ছাড়া ভ্রমণ করা যাবে না।
৩.চেকপোস্টে পর্যটকদের অবশ্যই প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে।

এ সিদ্ধান্তে স্থানীয় পর্যটনখাতে নতুন করে প্রাণচাঞ্চল্যের আশা দেখা দিয়েছে। দীর্ঘদিন বন্ধ থাকার ফলে অঞ্চল দুটির হোটেল-রিসোর্ট, নৌকার চালক, গাইড এবং পরিবহন শ্রমিকরা পেশাগত সংকটে পড়েছিলেন। ভ্রমণ নিষেধাজ্ঞার জেরে অনেকেই পেশা বদলেও বাধ্য হন।

প্রসঙ্গত, গত বছরের এপ্রিল মাসে সশস্ত্র সংঘর্ষ ও কেএনএফ কর্তৃক রুমা-থানচির ব্যাংক ডাকাতির ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে অভিযান চলাকালীন অনির্দিষ্টকালের জন্য পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসার পর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটলো।

স্থানীয় পর্যটন ব্যবসায়ীরা মনে করছেন, পর্যটকদের জন্য খুলে দেওয়ার এ সিদ্ধান্ত অর্থনৈতিকভাবে প্রাণ ফেরাবে পাহাড়ি জনপদ দুটিকে। তবে তারা প্রশাসনের দেওয়া শর্তগুলো মেনে পর্যটন কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেছেন।

 

 

আগের পোস্টজেএসএসের সদস্য আটকের দাবি ভারতের পুলিশের।
পরের পোস্টবাঘাইছড়িতে ইউপিডিএফ সেকশন কমান্ডার নিহত ও শিশু গুলিবিদ্ধ।

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন