খাগড়াছড়ি প্রতিনিধি
পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা কর্তৃক আদিবাসী স্বীকৃতি দাবি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক প্রতিষ্ঠান আইন ২০১০ সংশোধনপূর্বক প্রস্তাবিত ‘জাতি বৈচিত্র্য সাংস্কৃতিক অধ্যাদেশ ২০২৫’ বাতিলের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার, ৩০ জুন ২০২৫ খ্রিস্টাব্দ সকাল ১০টায় খাগড়াছড়ি শাপলা চত্বরে এ মানববন্ধনের আয়োজন করে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) এবং তাদের অঙ্গ সংগঠনসমূহ পিসিসিপি ও পিসিএমপি।
মানববন্ধনে উপস্থিত ছিলেন পিসিএনপির কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক আবু তাহের, মহাসচিব মোঃ আলমগীর কবির, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আনিসুজ্জামান ডালিম, খাগড়াছড়ি জেলা সভাপতি লোকমান হোসাইন, সাধারণ সম্পাদক এস এম মাসুম রানা, সাংগঠনিক সম্পাদক মোকতাদের, মহিলা পরিষদের জেলা সভাপতি হাসিনা আক্তার, ছাত্র পরিষদের সাবেক জেলা সভাপতি সুমন আহমেদ সহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।
বক্তারা অভিযোগ করেন, সুপ্রদীপ চাকমার আদিবাসী স্বীকৃতি চাওয়ার বক্তব্য সংবিধানের ২৩(ক) অনুচ্ছেদের পরিপন্থী এবং পার্বত্য চট্টগ্রামের অখণ্ডতা ও রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি। তারা বলেন, ‘ক্ষুদ্র নৃগোষ্ঠী ও উপজাতি হিসেবে সাংবিধানিক স্বীকৃতি পেয়েছে। নতুন কোনো আদিবাসী স্বীকৃতি দিয়ে আন্তর্জাতিকভাবে দেশের বিরুদ্ধে চক্রান্ত রুখতে হবে।’
মানববন্ধন থেকে বক্তারা প্রস্তাবিত ‘জাতি বৈচিত্র্য সাংস্কৃতিক অধ্যাদেশ ২০২৫’ বাতিলের দাবি জানান এবং পার্বত্য চট্টগ্রামের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সরকারকে কঠোর অবস্থান গ্রহণের আহ্বান জানান।