বান্দরবানে সেনা অভিযানে কমান্ডারসহ দুই কেএনএফ নিহত।

0

নিউজ ডেস্ক

বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ি অরণ্যে সেনাবাহিনীর অভিযানে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) বা কুকি চিন ন্যাশনাল আর্মির (কেএনএ) এর কমান্ডারসহ দুই জন সশস্ত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২ জুলাই রাত ৯ টার পর সেনাবাহিনী রুমা উপজেলার গভীর পাহাড়ে রুমা ৩৬ বীর ৩টি টহল অভিযান চালালে সশস্ত্র কেএনএ এর সঙ্গে সংঘর্ষ হয়। এতে কুকি চিন ন্যাশনাল আর্মির এক কমান্ডারসহ দুই জন নিহত হয়। অভিযানে ঘটনাস্থল থেকে তিনটি সাব-মেশিন গান (এসএমজি), একটি রাইফেল, বিপুল পরিমাণ গুলি ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। তবে অভিযান এখনও অব্যাহত রয়েছে।

নিরাপত্তা বাহিনী সূত্রে জানায়, পার্বত্য চট্টগ্রামের আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতার অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়। সেনাবাহিনী পার্বত্য এলাকায় অবৈধ সশস্ত্র সংগঠনের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে। এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও জানানো হয়েছে।

উল্লেখ্য, ২০২২ সালের সেপ্টেম্বর- অক্টোবর সময়ে কুকি চিন ন্যাশনাল আর্মির সশস্ত্র তৎপরতা এবং চাঁদাবাজির কারণে স্থানীয় জনগণ আতঙ্কে রয়েছে। নিরাপত্তা বাহিনীর অভিযানে সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আগের পোস্টপিসিজেএসএস-এর অর্ধ-বার্ষিক মানবাধিকার রিপোর্ট বিভ্রান্তিমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত।
পরের পোস্টরাজধানীর বুকে ‘আদিবাসী’ নামক কলেজ : ইতিহাস, আইন ও রাজনৈতিক কৌশলের এক মন্থন।

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন