খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান পদে পরিবর্তন আনা হয়েছে। চেয়ারম্যান জিরুনা ত্রিপুরাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে পরিষদের সদস্য শেফালিকা ত্রিপুরাকে অস্থায়ীভাবে চেয়ারম্যানের দায়িত্ব প্রদান করা হয়েছে।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় থেকে ৭ জুলাই প্রকাশিত এক চিঠিতে বলা হয়, জেলা পরিষদের ১৪ জন সদস্যের সুপারিশের ভিত্তিতে জিরুনা ত্রিপুরার বিরুদ্ধে প্রশাসনিক ব্যর্থতা এবং দুর্নীতির অভিযোগ থাকায় তাকে সকল কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
এরপর ৮ জুলাই প্রকাশিত আরেকটি চিঠিতে শেফালিকা ত্রিপুরাকে অস্থায়ী চেয়ারম্যান নিয়োগের সিদ্ধান্ত জানানো হয়। এতে বলা হয়, পরিষদের কার্যক্রম সচল রাখতে আইন অনুযায়ী তাকে এই দায়িত্ব দেওয়া হলো।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ আইন ১৯৮৯ এর ধারা ৪(২) অনুযায়ী এই নিয়োগ কার্যকর হবে। দুইটি আদেশই পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তাসলিমা বেগম স্বাক্ষরিত।
পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান পদে বাঙালিদের আসার সুযোগ না থাকায় বাঙালিরা প্রতিবাদ জানিয়েছেন। অনেক বাঙালি অভিযোগ করেছেন যে, জেলা পরিষদ আইনে বৈষম্য রয়েছে, যা নিরসন করে সকল জাতিগোষ্ঠীর জন্য চেয়ারম্যান পদ উন্মুক্ত করার দাবি জানান তারা। পরিষদের বাঙালি সদস্যদের পক্ষ থেকেও একই দাবি তোলা হয়েছে।