সিন্দুকছড়ি জোনের পৃথক অভিযানে হত্যা মামলার আসামি গ্রেফতার ও অস্ত্র উদ্ধার।

0

মানিকছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলায় ইউপিডিএফ (মূল) দলের হাতে অপহরণের শিকার কিশোর মোঃ সোহেল এর হত্যাকাণ্ডের ঘটনায় মূল পরিকল্পনাকারী মংসানু মারমা গ্রেফতার হয়েছে। গত ১৭ জুলাই তারিখে হাত-পা বাঁধা অবস্থায় তার গলিত মরদেহ উদ্ধার হওয়ার পর, ঘটনার তদন্তে অগ্রগতি ঘটে। শুক্রবার (১৮ জুলাই) তাকে গ্রেফতারের মাধ্যমে এ মামলায় মোট ৬ জনকে আটক করা হয়েছে।

অন্যদিকে, শনিবার ১৯ জুলাই ভোরে মানিকছড়ি উপজেলার গচ্ছাবিল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে সিন্দুকছড়ি জোনের আওতাধীন বাটনাতলী ক্যাম্প অভিযান চালায়। অভিযানের সময় সশস্ত্র সন্ত্রাসীরা সেনাবাহিনীর টহল দলকে লক্ষ্য করে গুলি চালায়। সেনাবাহিনীর পাল্টা জবাবে উভয়পক্ষের মধ্যে গুলি বিনিময় হয় এবং সন্ত্রাসী দলের একজন সদস্য আহত হয়েছে বলে জানা গেছে।

পরবর্তীতে এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে সেনাবাহিনী ১টি দেশীয় পিস্তল, ৩ রাউন্ড গুলি, চাঁদা আদায়ের রশিদ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার করেছে। সেনাবাহিনী জানিয়েছে, পার্বত্য চট্টগ্রামের শান্তি-শৃঙ্খলা রক্ষায় তারা বদ্ধপরিকর এবং জননিরাপত্তা বিনষ্টকারী সকল কর্মকাণ্ড কঠোরভাবে দমন করা হবে।

 

আগের পোস্টপার্বত্য চট্টগ্রামের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে দেশবাসীকে সচেতন ও সোচ্চার থাকতে হবে- রাবিতে আয়োজিত সেমিনারে বক্তাগণ
পরের পোস্টখাগড়াছড়িতে বিজিবি-ইউপিডিএফ গোলাগুলি, অস্ত্র উদ্ধার!

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন