পানছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ির পানছড়িতে সন্ত্রাসী কার্যকলাপে ব্যবহারের জন্য আনা দশটি সিগন্যাল ওয়াকিটকি সেট ও আনুষঙ্গিক সামগ্রীসহ এক ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী। মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার মোহাম্মদপুর এলাকার প্রধান সড়ক থেকে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম চন্দন ত্রিপুরা (৪০)। তিনি জেলা সদরের প্যারাছড়া গ্রামের সুতম ত্রিপুরার পুত্র। পেশায় ঠিকাদার চন্দন ত্রিপুরা সিএনজিযোগে এই সরঞ্জাম বহন করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পানছড়ি সাব জোনের ডিউটি পোস্টে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়। পরবর্তীতে তাকে পানছড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
চন্দন ত্রিপুরা জানান, খাগড়াছড়ির ‘স্বপ্ন কম্পিউটার’ নামে একটি প্রতিষ্ঠান থেকে তাকে ফোন করে এজেআর কুরিয়ার সার্ভিস থেকে একটি কার্টন সংগ্রহ করে মধুমঙ্গলপাড়া সিএনজি ওয়ার্কশপে পৌঁছে দিতে বলা হয়। তবে তিনি কার্টনের ভিতরের মালামালের বিষয়ে কিছু জানেন না বলে দাবি করেন। তার ভাষায়, একজন সাধারণ মানুষ হিসেবে এমন সামগ্রী বহন করা অনৈতিক এবং সন্দেহজনক।
এজেআর কুরিয়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, কার্টনে কী আছে তা তাদের জানা নেই। অন্যদিকে, এসব ওয়াকিটকি ও সরঞ্জাম ঢাকার নিউ এলিফ্যান্ট রোডের ‘ইনফো টাচ টেকনোলজি’ দোকান থেকে কেনা হয়েছে বলে জানা গেলেও, প্রতিষ্ঠানটি ক্রেতার পরিচয় জানাতে পারেনি।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম উদ্দিন বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আটককৃত সামগ্রী স্থানীয় কোনো সন্ত্রাসী গোষ্ঠীর কাজে ব্যবহারের উদ্দেশ্যে আনা হয়েছিল। এ ঘটনায় আইনি প্রক্রিয়ায় তাকে উচ্চ আদালতে প্রেরণ করা হবে।”