সাজেকে সেনাবাহিনীর নিরলস প্রচেষ্টায় যান চলাচল স্বাভাবিক।

0

বাঘাইছড়ি প্রতিনিধি

ফলোআপ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক সড়কে পাহাড় ধসের কারণে দিনভর বন্ধ থাকার পর বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকালে যান চলাচল স্বাভাবিক হয়েছে। সেনাবাহিনীর সদস্যরা নিরলস প্রচেষ্টা চালিয়ে সড়কের মাটি ও পাথর অপসারণ করে এই যোগাযোগ চালু করেন।

বৃহস্পতিবার রাতভর টানা বর্ষণে নন্দারাম, চাইল্ল্যাতলী ও চম্পক নগর এলাকায় পাহাড় ধসে সড়কটি সম্পূর্ণভাবে অবরুদ্ধ হয়ে পড়ে। এতে সাজেকে বেড়াতে যাওয়া ৪২৫ জন পর্যটক ও স্থানীয়রা চরম ভোগান্তিতে পড়েন।

পাহাড় ধসের পর বন্ধ যাতায়াত স্বাভাবিক করতে সহায়তায় এগিয়ে এসেছে সেনাবাহিনীর সদস্যরা

সকালে ফায়ার সার্ভিসের পর সেনাবাহিনী ও বিজিবি যৌথভাবে উদ্ধার কার্যক্রম শুরু করে। বিকালের দিকে যানবাহন চলাচলের মতো অবস্থা তৈরি হয়। সেনাবাহিনীর সদস্যদের তত্ত্বাবধানে প্রথমে মাটি সরিয়ে সরু একটি রাস্তা তৈরি করা হয়, পরে তা প্রসারিত করে গাড়ি চলাচলের উপযোগী করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালের পর থেকে সাজেকমুখী পর্যটক ও পণ্যবাহী গাড়িগুলো ধীরে ধীরে যাতায়াত শুরু করে। সেনা থেকে বলা হয়, “প্রাকৃতিক দুর্যোগে পাহাড় ধসের কারণে জনজীবনে যে স্থবিরতা নেমে আসে, তা দ্রুত কাটিয়ে উঠতে আমরা সচেষ্ট। স্থানীয়দের নিরাপদে চলাচল ও পর্যটকদের গন্তব্যে পৌঁছাতে সহায়তা করাই আমাদের দায়িত্ব।”

এদিকে সড়কটি ঝুঁকিমুক্ত রাখতে পরবর্তী কয়েকদিন পাহাড়ি এলাকায় সতর্ক অবস্থান ও নজরদারি জোরদার থাকবে বলে জানা গেছে। টানা বৃষ্টিতে পাহাড় ধসের সম্ভাবনা থাকায় স্থানীয় প্রশাসন ও সেনাবাহিনী সবাইকে সতর্ক থেকে চলাচলের অনুরোধ জানিয়েছে।

সড়ক পরিষ্কারে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও বিজিবি

 

আগের পোস্টসাজেকে পাহাড় ধসে সড়ক বন্ধ, বিপাকে শত শত পর্যটক: সহায়তায় এগিয়ে এসেছে সেনাবাহিনী।
পরের পোস্টকুকি-চিন কারা?

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন