দীঘিনালা প্রতিনিধি
খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার প্রত্যন্ত পোমাং পাড়া যেন হঠাৎই পরিণত হয়েছিল একটি ছোটখাটো হাসপাতাল চত্বরে। ২৮ জুলাই, সোমবার সকাল থেকে শুরু হওয়া এক ব্যতিক্রমধর্মী চিকিৎসা ক্যাম্পে সেনাবাহিনীর উদ্যোগে শত শত পাহাড়ি-বাঙালি মানুষ পান বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ।
দীঘিনালা সেনা জোনের ব্যবস্থাপনায় এবং ৫ ফিল্ড অ্যাম্বুলেন্সের সহযোগিতায় আয়োজন করা হয় এই বিশেষ কর্মসূচি—”জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান ২০২৫”। এই অনুষ্ঠান ছিল কেবল একটি স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন নয়, বরং ছিল ভ্রাতৃত্ব, মানবতা ও আন্তঃসম্প্রীতির এক অনবদ্য নিদর্শন।
বিশেষজ্ঞ গাইনী ডাক্তার, মেডিকেল অফিসার ও একাধিক চিকিৎসক সারাদিনব্যাপী সেবা প্রদান করেন। বিভিন্ন ধরনের রোগীর আগমন ঘটে। প্রত্যেকেই পেয়েছেন বিনামূল্যে চিকিৎসা, পরামর্শ, প্রয়োজনীয় ওষুধ এবং সবচেয়ে বড়ো কথা—একটা মানবিক স্পর্শ।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, পার্বত্য জনপদের জনগণের পাশে দাঁড়ানো তাদের দায়িত্বের মধ্যেই পড়ে, আর এই ধরনের কার্যক্রম সেই অঙ্গীকারেরই অংশ।
চিকিৎসা নিতে আসা এক বৃদ্ধ পাহাড়ি নারী আবেগঘন কণ্ঠে বলেন, “এই বয়সে কেউ আর খবর নেয় না। সেনাবাহিনী আজ যেভাবে চিকিৎসা দিয়ে পাশে দাঁড়ালো, মনে হয় আমার আপনজনেরা ফিরে এসেছে।”
এমন আন্তরিক স্বীকৃতি সেনাবাহিনীর প্রতি মানুষের আস্থা বাড়িয়ে তোলে—পাহাড় আর সমতলের মধ্যে এক বন্ধন গড়ে তোলে। পাহাড়ি-বাঙালি নির্বিশেষে সকলেই সেনাবাহিনীর এই উদ্যোগকে সাধুবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।