রাঙামাটিতে ইউপিডিএফ আস্তানায় সেনা অভিযান, গোলাগুলি, সরঞ্জামাদি ও অস্ত্র উদ্ধার।

0

রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের হরেন্দ্রপাড়া এলাকায় বিচ্ছিন্নতাবাদী সশস্ত্রগোষ্ঠী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) প্রসীত গ্রুপের একটি আস্তানায় অভিযান চালিয়েছে সেনাবাহিনী। এ সময় দুই পক্ষের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে।

আজ মঙ্গলবার এক বিবৃতিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, অভিযান চলাকালে সেনাবাহিনী ঘটনাস্থল থেকে বিভিন্ন সরঞ্জামাদি, একে-৪৭ রাইফেল, অন্যান্য আগ্নেয়াস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার করেছে।

আইএসপিআর জানিয়েছে, এ অভিযান এখনো চলমান রয়েছে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

 

আগের পোস্টদীঘিনালায় সেনাবাহিনীর ‘স্বাস্থ্য সেতুবন্ধন’: একদিনেই সেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ।
পরের পোস্টঅপহৃত ৪ টেলিকম কর্মীকে দ্রুত ফিরিয়ে দেওয়ার দাবি: প্রশাসনের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ।

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন