বিলাইছড়ির দুর্গম পাহাড়ে মানবতার বার্তা নিয়ে সেনাবাহিনীর চিকিৎসা সেবা।

0

বাংলাদেশ সেনাবাহিনী শুধু দেশের সীমান্ত রক্ষাতেই নয়, বরং মানবিক সহায়তা ও জনকল্যাণমূলক কাজেও এক অবিচল আস্থার প্রতীক হিসেবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় রাঙামাটির বিলাইছড়ি উপজেলার দুর্গম পাহাড়ি জনপদে বিলাইছড়ি জোন (৩২ বীর) এর উদ্যোগে আয়োজিত হলো এক ব্যতিক্রমী চিকিৎসা সহায়তা ও ঔষধ বিতরণ কার্যক্রম।

বৃহস্পতিবার (৩১ জুলাই) নাড়াইছড়ি আর্মি ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় বিলাইছড়ি জোন এর নেতৃত্বে মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মোঃ মুশফিকুর রহমান এর নেতৃত্বে সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত বিনামূল্যে ১৭৬ জন দুস্থ ব্যক্তির মাঝে চিকিৎসা সহায়তা প্রদান এবং ঔষধ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।

দূর্গম পাহাড়ি অঞ্চলে এই ধরনের সেবামূলক কার্যক্রম নিঃসন্দেহে একটি যুগান্তকারী পদক্ষেপ। চিকিৎসা সেবা থেকে দীর্ঘদিন বঞ্চিত এইসব এলাকার মানুষের কাছে সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগ যেন এক আশার আলো হয়ে এসেছে। সাধারণ মানুষ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “এইসব পাহাড়ি অঞ্চলে যখন কেউ আসে না, তখন সেনাবাহিনীই আমাদের পাশে থাকে।”

এ বিষয়ে বিলাইছড়ি জোনের পক্ষ হতে বলা হয়, “বিলাইছড়ি জোন তার সর্বোচ্চ প্রচেষ্ঠা দিয়ে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করণের লক্ষ্যে কাজ করতে বদ্ধপরিকর এবং দূর্গম পাহাড়ি এলাকার জনসাধারণের কল্যানার্থে সকল ধরণের কার্যক্রম বিলাইছড়ি জোন সর্বদা পাশে থাকবে। ভবিষ্যতে বিলাইছড়ি জোনের এ ধরণের কার্যক্রম অব্যহত থাকবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়”। বাংলাদেশ সেনাবাহিনীর এই মহৎ উদ্যোগ শুধু চিকিৎসা সেবাই নয়, বরং জনগণের মাঝে আস্থা ও বিশ্বাসের বন্ধনকে আরও দৃঢ় করেছে।

আগের পোস্টপাহাড়ে ৪ হাজার সন্ত্রাসীর হাতে ভারী আগ্নেয়াস্ত্র।
পরের পোস্টবাজার ফান্ডভুক্ত জমির ৯৯ বছরের লিজসহ ৬ দফা দাবিতে বান্দরবানে স্মারকলিপি প্রদান।

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন