রাঙ্গামাটির লংগদু উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ও আশ্রয়কেন্দ্রে থাকা মানুষের জন্য রান্না করা খাবার ও ত্রাণ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
১১ আগস্ট সোমবার সকাল থেকে লংগদু জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মীর মোর্শেদ এসপিপি, পিএসসি-এর নেতৃত্বে সেনাসদস্যরা কালাপাকুজ্জা, মাইনী ইউনিয়নের বড়কলোনী, এফ আইডিসি, শেখপাড়া ও জারুলবাগান এলাকায় বাড়ি বাড়ি গিয়ে দুই শতাধিক পরিবারের হাতে ত্রাণ সামগ্রী পৌঁছে দেন।
পরে দুপুরে মাইনীমুখ ফাজিল মাদ্রাসা, মাইনীমুখ মডেল উচ্চবিদ্যালয় এবং লংগদু সরকারি উচ্চবিদ্যালয়ে আশ্রয় নেওয়া প্রায় ৮০ পরিবারের তিন শতাধিক মানুষের জন্য ভাত, মুরগির মাংস ও ডালসহ রান্না করা খাবার সরবরাহ করা হয়।
ত্রাণ বিতরণ কার্যক্রমে মেজর রিফাত উদ্দীন আহমদ লিওন, লেফটেন্যান্ট মোহাম্মদ সিদ্দিকুর রহমান, ক্যাপ্টেন নাভিদ নেওয়াজ, সিনিয়র ওয়ারেন্ট অফিসার আতিকুল ইসলাম এবং স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
খাবার ও ত্রাণ পেয়ে ক্ষতিগ্রস্তরা সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের উদ্যোগকে প্রশংসনীয় বলে অভিহিত করেন।
জোন কমান্ডার লে. কর্নেল মীর মোর্শেদ জানান, সেনাবাহিনী সবসময় জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।