তীব্র সমালোচনার মুখে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যানের চিঠি প্রত্যাহার।

0

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটি, ১২ আগস্ট ২০২৫ — তীব্র সমালোচনার মুখে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার হেডম্যান প্রতিবেদনের বাধ্যতামূলকতার পক্ষে দেওয়া বিতর্কিত চিঠি প্রত্যাহার করেছেন।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনা চেয়ে ২৯ জুলাই ২০২৫ তারিখে চেয়ারম্যানের স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছিল, আদালতের রায় অনুযায়ী জমি হস্তান্তরের অনুমোদনের ক্ষেত্রে হেডম্যানের প্রতিবেদন ছাড়া পূর্বানুমোদন দেওয়া হলে ভূমি-সংক্রান্ত জটিলতা তৈরি হতে পারে। এতে হেডম্যান প্রতিবেদনকে অপরিহার্য হিসেবে উল্লেখ করা হয়, যা স্থানীয় ব্লগার, নিউজ পোর্টাল, বাঙালি সংগঠন ও আইনজীবীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করে।

সমালোচকরা অভিযোগ করেন, এই চিঠি সংবিধান ও প্রচলিত ভূমি আইনের পরিপন্থী এবং আদালতের রায়কে অগ্রাহ্য করার শামিল। তারা দাবি করেন, হেডম্যান প্রথা একটি বৈষম্যমূলক উপনিবেশিক যুগের ধ্বংসাবশেষ, যা বাঙালিদের ভূমি ক্রয়-বিক্রয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।

প্রতিক্রিয়ায় ১২ আগস্ট ২০২৫ তারিখে চেয়ারম্যান একটি নতুন চিঠি জারি করে পূর্বের নির্দেশ প্রত্যাহারের ঘোষণা দেন। প্রত্যাহারপত্রে উল্লেখ করা হয়, মন্ত্রণালয়ের মতামত চাওয়ার বিষয়ে পূর্বের চিঠি বাতিল করা হলো।

স্থানীয় বাসিন্দারা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, এটি পার্বত্য চট্টগ্রামে সমতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথে একটি ইতিবাচক পদক্ষেপ। তবে তারা জোর দিয়ে বলেন, বৈষম্যমূলক প্রথা চিরতরে বিলোপ করে আদালতের রায় ও প্রচলিত ভূমি আইনকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

২৯ জুলাইয়ে চিঠি

 

 

আগের পোস্টপানছড়িতে ইউপিডিএফ–জেএসএস সংঘর্ষে নিহত ১
পরের পোস্টইউপিডিএফের পৃষ্ঠপোষকতা ও ইন্ধনে ত্রিপুরায় জেএসএস বিরোধী বিক্ষোভ।

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন