কাউখালীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সেনাবাহিনীর ঘর উপহার।

0

রাঙামাটির কাউখালী উপজেলার যৌথখামার এলাকায় অগ্নিকাণ্ডে ঘরহারা এক দিনমজুর পরিবারকে নতুন ঘর নির্মাণ করে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

শনিবার (১৬ আগস্ট) সকালে রাঙামাটি সদর জোনের উদ্যোগে সদ্য নির্মিত ঘরটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রাঙামাটি সদর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. জুনায়েদ উদ্দিন শাহ চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমান, কাউখালী ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন সাকিব হোসেন শাওন ও অন্যান্য সেনা কর্মকর্তারা এবং স্থানীয় জনপ্রতিনিধিরা।

গত ৬ জুলাই অগ্নিকাণ্ডে দিনমজুর ক্যাথোয়াইচিং মারমা (৪৮)-এর বাড়িটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেলে তার পরিবার গৃহহীন হয়ে পড়ে। দুর্ঘটনার পরপরই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খাদ্য ও আর্থিক সহায়তা দেওয়া হয়।

পরে বাংলাদেশ সেনাবাহিনী ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে দাঁড়িয়ে একটি নতুন ঘর নির্মাণের উদ্যোগ নেয়। প্রায় এক মাসের কাজ শেষে শনিবার সকালে সেই ঘরটি হস্তান্তর করা হয়।

স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা সেনাবাহিনীর এই উদ্যোগকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর দৃষ্টান্তমূলক পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন।

 

আগের পোস্টসন্ত্রাস দমনে খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ সন্ত্রাসী আটক।
পরের পোস্টহিন্দু-মুসলমান, বৌদ্ধ-খ্রিস্টান, পাহাড়ি-বাঙালি সবাই মিলে বসবাস করে যাচ্ছি: সেনা প্রধান।

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন