সেনাবাহিনীর অভিযানে ইউপিডিএফ সন্ত্রাসীদের ব্যবহৃত সরঞ্জামাদি ও নগদ টাকা উদ্ধার।

0
বিপুল পরিমাণ টাকা ও অন্যান্য সরঞ্জামাদি সেনা অভিযানে উদ্ধার

নিউজ ডেস্ক

বিগত কিছু দিন যাবৎ খাগড়াছড়ি লক্ষীছড়ি জোনের আওতাধীন দেওয়ানপাড়া, কেরেককাটা এলাকায় ইউপিডিএফ (মূল) দলের সন্ত্রাসী কর্তৃক প্রশিক্ষণ কার্যক্রম ও অবৈধ চাঁদা আদায়ের তথ্য পাওয়া যায় এবং এই সন্ত্রাসী গোষ্ঠী এলাকার জনগণকে অস্ত্রের মুখে জিম্মি করে চাঁদা আদায় সহ অন্যান্য জনবিরোধী কার্যক্রমে লিপ্ত রয়েছে।

ইউপিডিএফ যেসকল ব্যক্তি থেকে চাঁদা আদায় করেছে তাদের নামের তালিকা

পরবর্তীতে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অদ্য ২০ আগস্ট ২০২৫ তারিখ ভোররাত ৩ ঘটিকার সময় লক্ষীছড়ি জোন কর্তৃক বার্মাছড়ি আর্মি ক্যাম্পের দায়িত্বপূর্ণ দেওয়ান পাড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে নিরাপত্তা বাহিনীর উপস্থিতি বুঝতে পেরে ইউপিডিএফ (মূল) দলের সন্ত্রাসীরা পালিয়ে যায়।

পরবর্তীতে তাদের গোপন আস্তানায় তল্লাশি চালিয়ে ৫টি মোবাইল, উল্লেখযোগ্য সংখ্যক সিম কার্ড, চাঁদা আদায়ের নথিপত্র এবং প্রমাণাদি সহ নগদ ৯,২৯,৫১০ টাকা ও অন্যান্য সামগ্রী এবং ২টি পুরাতন বিশেষ পাসপোর্ট উদ্ধার করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য অঞ্চলে শান্তি নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে অঙ্গীকারবদ্ধ এবং সন্ত্রাস দমনে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

আগের পোস্টক্ষুদ্র নৃগোষ্ঠী ভাষায় ‘ধর্ষণ’ শব্দের প্রতিশব্দ নেই কিন্তু ধর্ষণের বিচার ৫০ হাজার বাকিতে
পরের পোস্টবান্দরবানে শিশু গণধর্ষনের প্রতিবাদে পিসিসিপির মানববন্ধন ও বিক্ষোভ।

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন