পাকুয়াখালী গণহত্যার বিচার দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান।

0

রাঙামাটি প্রতিনিধি:

আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ২০২৫ খ্রি. দুপুরে রাঙামাটির বিএম শপিং সেন্টার প্রাঙ্গণে “৩৫ কাঠুরিয়া স্মৃতি সংসদ”-এর উদ্যোগে পাকুয়াখালী গণহত্যার বিচার দাবিতে এক মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টার নিকট একটি স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, “৩৫ কাঠুরিয়া স্মৃতি সংসদ” সমাজের বিভিন্ন সমস্যা, অসঙ্গতি এবং জনস্বার্থমূলক বিষয়ে সচেতনতা সৃষ্টির কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় আজকের মানববন্ধনে অংশগ্রহণকারীরা পাকুয়াখালীতে ৩৫ কাঠুরিয়ার নির্মম হত্যার বিচার, নিহত পরিবারের পুনর্বাসন ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে জোরালো বক্তব্য উপস্থাপন করেন।

পরবর্তীতে মানববন্ধন শেষে সংগঠনের একটি প্রতিনিধি দল রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসক মাননীয় মোহাম্মদ হাবিব উল্লাহ-এর মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি হস্তান্তর করেন।

মো. শাখাওয়াত হোসেন আহ্বায়ক
“৩৫ কাঠুরিয়া স্মৃতি সংসদ” সংবাদমাধ্যমে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, স্মারকলিপিতে ১৯৯৬ সালের ৯ সেপ্টেম্বর পার্বত্য রাঙামাটি জেলার লংগদু-বাঘাইছড়ি সীমান্তবর্তী পাকুয়াখালী এলাকায় সংঘটিত নৃশংস গণহত্যার বর্ণনা দিয়ে উল্লেখ করা হয়েছে—শান্তিবাহিনীর নির্দেশে শন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস উপজাতি সশস্ত্র জঙ্গিরা ৩৫ জন নিরীহ বাঙালি কাঠুরিয়াকে হাত-পা বেঁধে, চোখ উপড়ে, অঙ্গহানি ঘটিয়ে ও জবাই করে হত্যা করে। মানব সভ্যতার ইতিহাসে এটি এক কলঙ্কজনক অধ্যায়।

  • স্মারকলিপির দাবি হিসেবে বলা হয়—
  • ১. পাকুয়াখালী হত্যাকাণ্ডের দায়ীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি (ফাঁসি) নিশ্চিত করতে হবে।
  • ২. নিহত কাঠুরিয়াদের রাষ্ট্রীয়ভাবে শহিদি মর্যাদা প্রদান করতে হবে।
  • ৩. প্রতিটি পরিবারকে স্থায়ী আবাসন ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।
  • ৪. নিহত প্রতিটি পরিবারের একজনকে সরকারি চাকরির সুযোগ দিতে হবে।
  • ৫. আজীবন রেশন সুবিধা নিশ্চিত করতে হবে।
  • ৬. ভবিষ্যতে এ ধরনের হত্যাকাণ্ড রোধে পাহাড়ে সক্রিয় সশস্ত্র সংগঠনগুলোকে অবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করতে হবে।

মানববন্ধনে বক্তারা বলেন, নৃশংস হত্যাকাণ্ডের বিচারহীনতা শুধু স্বজনহারাদের ক্ষতকে দীর্ঘায়িত করছে না, বরং রাষ্ট্রের ন্যায়বিচার ব্যবস্থাকেও প্রশ্নবিদ্ধ করছে। তাই অবিলম্বে বিচার নিশ্চিত করা প্রয়োজন।

মানববন্ধনে “৩৫ কাঠুরিয়া স্মৃতি সংসদ”-এর সভাপতি, সাধারণ সম্পাদক, অন্যান্য নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

আগের পোস্টবান্দরবানে ইটভাটার দুই শ্রমিক ‘অপহৃত’: পুলিশ বলছে, ‘তথ্য নেই’
পরের পোস্টঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে রাঙ্গামাটি ইফা’র সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ।

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন