পানছড়িতে আঞ্চলিক দলের চাঁদার উৎস অবৈধ সেগুন কাঠ জব্দ করল বিজিবি।

0

পানছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলার ফাতেমা নগর এলাকা হতে থেকে নায়েব সুবেদার তুষার আহমেদের নেতৃত্বে নিয়মিত টহল দল আনুমানিক ৬০ ঘনফুট কাঠ জব্দ করেন।

শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে আঞ্চলিক সন্ত্রাসী দলগুলোর চাঁদার উৎস অবৈধ সেগুন গোলকাঠ জব্দ করে বর্ডার গার্ড বাংলাদেশ (৩ বিজিবি) লোগাং জোন।

বিজিবি সূত্র জানায় , জব্দকৃত কাঠ বন বিভাগে হস্তান্তর প্রক্রিয়া চলমান। অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান রোধে বিজিবির নিয়মিত অভিযান কার্যক্রম অব্যাহত আছে।

স্থানীয় সূত্রগুলো জানিয়েছেন, আঞ্চলিক দলগুলো যে অস্ত্র কিনে সেই টাকার বড় উৎস অবৈধ কাঠের চাঁদা। কাঠ চোরাকারবারিরা নিষিদ্ধ পাহাড়ি গাছগাছালি কেটে পরিবেশের ক্ষতিসাধন করছে এবং সরকারের রাজত্ব ফাঁকি দিচ্ছে৷ এছাড়াও পারমিটের নামে কাঠ পাচার করে সন্ত্রাসীদের অর্থনৈতিক চালিকা শক্তি বৃদ্ধি করছে। অবৈধ কাঠ পাচার রোধে প্রশাসনকে আন্তরিক হতে হবে বলে মনে করেন স্থানীয়রা।

আগের পোস্টপাহাড়ে নিরাপত্তা বাহিনীর অপরিহার্য উপস্থিতি : সন্ত্রাসী আধিপত্য ও ভৌগোলিক সংকটের বাস্তবতা।
পরের পোস্টভূমি কমিশনের চেয়ারম্যান নিয়োগ: পার্বত্য চট্টগ্রামের নতুন বিতর্কের দ্বারপ্রান্তে।

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন