বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে বিজ্ঞান মেলা-২০২৫ অনুষ্ঠিত।

0

মোহাম্মদ আজিজ উল্লাহ | বান্দরবান 

“কৌতুহল থেকে উদ্ভাবন” এই প্রতিপাদ্য নিয়ে বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে বিজ্ঞান মেলা২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার(৭সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে প্রতিষ্ঠান ভবনের নীচতলায় এটি অনুষ্ঠিত হয়।বিজ্ঞান মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সেনা রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম রাকিব ইবনে রেজওয়ান,এএফডব্লিউসি, পিএসসি।

বিজ্ঞানের প্রায়োগিক জ্ঞানকে কাজে লাগিয়ে শিক্ষার্থীদেরকে বিজ্ঞানমনস্ক করে গড়ে তোলা ও তাদের সুপ্ত প্রতিভার
বিকাশ ও উদ্ভাবনী চিন্তাশক্তি জয়ত করাই ছিল এ আয়োজনের প্রধান লক্ষ্য।

এবারের বিজ্ঞান মেলায় ৬৯০ জন শিক্ষার্থী ১৩৯ টি প্রজেক্ট প্রদর্শনের মাধ্যমে তাদের নিজস্ব চিন্তা-ভাবনার বহিঃপ্রকাশ ঘটিয়েছে। এছাড়া
বান্দরবানের ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ তাদের নিজস্ব প্রজেক্ট নিয়ে এ মেলায় অংশগ্রহণ করেন। মেলায়
প্রদর্শিত প্রজেক্টসমূহের মধ্যে উল্লেখযোগ্য ছিল, রোবটিক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, পরিবেশ বান্ধব জ্বালানী ও বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা, শক্তির অপচয় রোধের ব্যবস্থা, অপ্রয়োজনীয় বর্জ্য পদার্থকে পরিবেশবান্ধব উপায়ে রিসাইকেল করার পদ্ধতি, বাসা বাড়িতে বা শিল্প কারখানায় গ্যাস লিকেরা শনাক্ত করার পদ্ধতি, স্বয়ংক্রিয় পদ্ধতিতে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ পদ্ধতি ইত‍্যাদি। রোবটিক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের প্রজেক্টসহ বেশ কিছু প্রজেক্ট দর্শকের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। এছাড়াও নার্সারি থেকে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের জন্য আয়োজিত ক্ষুদে বিজ্ঞানী কর্নারও ছিল বেশ মনোমুগ্ধকর।

প্রধান অতিথি উদ্ভাবনী প্রজেক্টগুলো পরিদর্শনের পর তাঁর ভাষণে বিজ্ঞান ও প্রযুক্তিগত উদ্ভাবন অগ্রগামী করার লক্ষ্যে শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করেন এবং অভিনন্দন জানান। অনুষ্ঠান শেষে বিচারকদের মূল্যায়ন এর ভিত্তিতে বিজয়ী প্রতিযোগীদের পুরস্কার প্রদান করা হয়। প্রতিষ্ঠানের অধ্যক্ষ লে. কর্নেল মোহাম্মদ শাহজাহান সিরাজ ভূঁইয়া, এমফিল, এইসি তাঁর বক্তব্যে আগামী প্রজন্মের শিক্ষার্থীদের বিজ্ঞান শিক্ষার উপযোগিতার প্রতি বিশেষ গুরুত্বারোপ করেন। মেলায় পার্শ্ববর্তী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর স্বতঃস্ফুর্ত অংশগ্রহণের জন্য তিনি প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে আন্তরিক সাধুবাদ এবং শিক্ষার্থীদেরও আন্তরিক ধন্যবাদ জানান।

এসময় অন‍্যান‍্যদের মধ‍্যে উপস্থিত ছিলেন,প্রধান অতিথির সহধর্মিনী মিসেস মোশফেকা মোজাম্মেল সিথি,বান্দরবান সেনাজোন কমান্ডার লে.কর্ণেল মাহমুদুল হাসান,পিএসসি, বিভিন্ন সেনা কর্মকর্তাগণ,বান্দরবান প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু,বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী,শিক্ষার্থীসহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

আগের পোস্টডাকসুতে রাষ্ট্রদ্রোহী ও বিচ্ছিন্নতাবাদী ‘আদিবাসী’ শব্দ প্রচারণার প্রতিবাদে সংবাদ সম্মেলন।
পরের পোস্টসেনাবাহিনীর উপর ইউপিডিএফ এর হামলার ঘটনায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের নিন্দা।

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন