বান্দরবানে বাঙালি যুবকের উপর উগ্রবাদীদের হামলা : আইন-মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ।

0

বান্দরবান প্রতিনিধি 

বুধবার ২৪ সেপ্টেম্বর দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে বান্দরবান পুরাতন বাজার (কথিত রাজার মাঠ সংলগ্ন) এলাকায় নু শ্যাও ইয়ি মারমা নামের এক মারমা উপজাতি নারী তার স্কুলপড়ুয়া বোনের সঙ্গে সম্পর্কের জেরে এক বাঙালি যুবকের বিরুদ্ধে মিথ্যা যৌন হয়রানির অভিযোগ তুলে প্রকাশ্য দিবালোকে তাকে মারধর করে। পরবর্তীতে তিনি উগ্র উপজাতি যুবকদের সমবেত করে একটি মব সৃষ্টি করেন। এসময় বাঙালি যুবককে বেধড়ক নির্যাতন করা হয়। পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর হয়ে ওঠে যে, উগ্রবাদীদের ভয়ে উপস্থিত কেউই যুবককে উদ্ধারে এগিয়ে আসতে সাহস করেননি।

নির্যাতনের পর বাঙালি যুবকের ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয় বিচ্ছিন্নতাবাদীরা এবং প্রকাশ্যে উল্লাস করে। ভিডিওটি ভাইরাল হলে নেটিজেনরা তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তারা বলেন, কেউ যদি সত্যিই অপরাধ করে থাকে, তার বিচার করার জন্য দেশে আইন-আদালত রয়েছে। কিন্তু আইন নিজের হাতে তুলে নিয়ে প্রকাশ্যে কাউকে মারধর ও নির্যাতন করা নিঃসন্দেহে আইন লঙ্ঘন ও মানবাধিকার পরিপন্থী কাজ।

নেটিজেনরা আরও প্রশ্ন তোলেন—যদি কোনো বাঙালি এ ধরনের ঘটনা কোনো উপজাতি সম্প্রদায়ের সদস্যের সঙ্গে ঘটাতো, তবে তথাকথিত সুশীল সমাজ, মানবাধিকারকর্মী এবং বুদ্ধিজীবীরা প্রবলভাবে সরব হতেন এবং অভিযুক্ত বাঙালিদের কঠিন শাস্তির মুখোমুখি হতে হতো। কিন্তু যেহেতু ঘটনাটি উগ্র উপজাতিদের দ্বারা সংঘটিত, তাই সংশ্লিষ্ট মহল নীরব ভূমিকা পালন করছে।

স্থানীয় জনগণ হামলাকারী উগ্রবাদীদের দ্রুত শনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

আগের পোস্টখাগড়াছড়ির সিঙ্গিনালা ঘটনার অন্তর্নিহিত সত্য।
পরের পোস্টকোচিং সেন্টারে উপহার দিলেন রাঙামাটি জেলা পরিষদের সদস্য হাবীব আজম।

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন