কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর অধীনস্থ কুকিমারা পাড়া বিজিবি ক্যাম্পের চেকপোস্টে তল্লাশির সময় বিপুল পরিমাণ ধারালো অস্ত্র উদ্ধার করেছে বিজিবি।
আজ রবিবার (২৮ সেপ্টেম্বর) ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে বান্দরবান থেকে খাগড়াছড়ি গামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায় ১০০টি লোহার তৈরি রামদা উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, বাসচালকের প্রাথমিক জবানবন্দিতে উঠে এসেছে যে, সাম্প্রতিক সময়ে খাগড়াছড়ি ও গুইমারা এলাকায় চলমান অস্থিতিশীল পরিস্থিতিতে ব্যবহারের উদ্দেশ্যে ইউপিডিএফ (মূল) দলের পক্ষ থেকে এসব অস্ত্র বান্দরবান থেকে খাগড়াছড়ি নিয়ে যাওয়া হচ্ছিল।
এ ঘটনায় বাসের চালক, হেলপারসহ গাড়িটি জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রগুলোর বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।