ইউপিডিএফের চাঁদার উৎসে আঘাত: সেনা অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কাঠ উদ্ধার।

0

খাগড়াছড়ির দুর্গম পাহাড়ি জনপদ লক্ষীছড়ি উপজেলার বার্মাছড়ি মুখ এলাকা থেকে ঝিরিপথে পাচারের উদ্দেশ্যে জড়ো করা বিপুল পরিমাণ অবৈধ কাঠ উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বুধবার (১৭ ডিসেম্বর) ভোরে মগকাটা এলাকায় পরিচালিত একটি সুপরিকল্পিত অভিযানে ঘটনাস্থল থেকে মোট ৫৩০ পিস অবৈধ কাঠ জব্দ করা হয়।

সেনা সূত্র জানায়, উদ্ধারকৃত কাঠের আনুমানিক পরিমাণ ১ হাজার ৬০ ঘনফুট, যার বাজারমূল্য প্রায় ৪ লাখ ৭৭ হাজার টাকা। পাহাড়ি বনাঞ্চল থেকে কেটে আনা এই কাঠ ঝিরিপথ ব্যবহার করে খালের দিকে নামিয়ে পাচারের প্রস্তুতি চলছিল বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।

অভিযান শেষে জব্দকৃত কাঠ যথাযথ আইনগত প্রক্রিয়া অনুসরণ করে সর্তা বন বিভাগ, হাটহাজারী রেঞ্জের আওতাধীন চট্টগ্রাম উত্তর বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। বন বিভাগের পক্ষ থেকে কাঠগুলোর উৎস, পরিবহন চক্র এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্তে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।

সেনাবাহিনীর প্রাথমিক মূল্যায়নে ধারণা করা হচ্ছে, এই অবৈধ কাঠ পাচারের সঙ্গে পার্বত্য অঞ্চলে সক্রিয় ইউপিডিএফের সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী এবং কিছু অসাধু কাঠ ব্যবসায়ী প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত থাকতে পারে। স্থানীয়ভাবে দীর্ঘদিন ধরে চলে আসা চাঁদাভিত্তিক কাঠ পাচার সিন্ডিকেটের অর্থনৈতিক যোগান বন্ধ করতেই এই অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

স্থানীয় বাসিন্দারা জানান, উদ্ধারকৃত কাঠগুলো ইউপিডিএফকে নিয়মিত চাঁদা প্রদান করে এবং তাদের সহযোগিতায় পাহাড়ি বন থেকে খালের দিকে নামানো হচ্ছিল। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সশস্ত্র প্রভাবের কারণে অনেক সময় সাধারণ মানুষ এসব অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে মুখ খুলতে সাহস পায় না।

সেনাবাহিনী জানায়, পার্বত্য এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা, সশস্ত্র সন্ত্রাসী তৎপরতা দমন এবং প্রাকৃতিক বনজ সম্পদ সংরক্ষণের স্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত ও ধারাবাহিকভাবে পরিচালিত হবে। অবৈধ কাঠ পাচার শুধু পরিবেশ ধ্বংসই নয়, বরং সন্ত্রাসী কার্যক্রমের অর্থের জোগান হিসেবে ব্যবহৃত হয়—এ বিষয়টি মাথায় রেখেই কঠোর অবস্থান নেওয়া হয়েছে বলে জানানো হয়।

বিশেষজ্ঞদের মতে, এই অভিযান পার্বত্য চট্টগ্রামে অবৈধ কাঠ পাচার ও চাঁদাভিত্তিক সন্ত্রাসী অর্থনীতির বিরুদ্ধে একটি তাৎপর্যপূর্ণ বার্তা। একই সঙ্গে এটি বন ধ্বংস রোধ ও রাষ্ট্রীয় কর্তৃত্ব প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি দৃশ্যমান অগ্রগতি হিসেবেও বিবেচিত হচ্ছে।

আগের পোস্টবিজয় দিবসে সাজেকে অবরোধ: ইউপিডিএফ-এর স্বাধীনতা বিরোধী কর্মকাণ্ডের মুখোশ উন্মোচন।
পরের পোস্টবিজিবির অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ।

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন