ইউপিডিএফ কর্তৃক পাহাড়ি স্কুল শিক্ষিকাকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ!

0

অনন্ত অসীম: রাঙামাটি বাঘাইছড়ি ‘সাজেক ঊলুছরা সরকারি প্রাথমিক বিদ্যালয়’ এর সহকারী নারী শিক্ষিকা জোনাকি চাকমাকে তার স্বামীর সঙ্গে পারিবারিক বিরোধের জের ধরে ইউপিডিএফ প্রসিত সন্ত্রাসী এবং তার সমর্থিত সমাজপতিরা গত ডিসেম্বরে ২৫ তারিখে তাকে ধরে নিয়ে মধ্যযুগীয় কায়দা নির্যাতন করে।

ভয়াবহ নির্যাতনের কিছু চিত্র পাওয়া গেছে। তাতে ইউপিডিএফ কর্তৃক ভয়ংকর নারী নির্যাতনের চিত্র ফুটে উঠেছে। ঘটনাটির সঙ্গে ইউপিডিএফ এর বাঘাইছড়ি সাজেক ইউনিট সরাসরি জড়িত বলে স্থানীয় সূত্রে জানা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটি ছড়িয়ে পড়ার পর এহেন ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন উপজাতিরা।

নির্যাতনের ১৭ দিন অতিবাহিত হলেও এখনো নির্যাতিত পাহাড়ি শিক্ষিকার শরীরের ক্ষতবিক্ষত আঘাত ভালো হয়নি। এতদিন ধরে ইউপিডিএফ ও সমাজপতিদের ভয়ে চিকিৎসা নিতে পারেনি। বর্তমানে পালিয়ে খাগড়াছড়ি দীঘিনালা গিয়ে চিকিৎসা নিচ্ছে বলে দাবি করেছে সূত্র। তবে তার সুচিকিৎসা নিশ্চিত না হওয়ার কারণে অবস্থার অবনতি হচ্ছে।

ইউপিডিএফ এর ভয়ে স্কুল কর্তৃপক্ষ এবং স্থানীয় জনসাধারণ কোনোপ্রকার পদক্ষেপ নিতে পারেনি।

পাহাড়ে সভ্যতার যুগে মধ্যযুগীয় কায়দায় ভয়ংকর রূপে নারী নির্যাতনের ঘটনা তথাকথিত নারীবাদী, সুশীল সমাজ ও মানবাধিকার কর্মীদের বিবেক জাগ্রত করেনি!

রেফারেন্স স্কিন কপি

সংযুক্ত সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট
সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট সংযুক্ত ১১/০১/২০২৫
সূত্রপার্বত্য চট্টগ্রামের গণলাইন
আগের পোস্টরাঙামাটি রিজিয়ন টি-২০ ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন।
পরের পোস্টকাউখালীতে চাঁদাবাজ ইউপিডিএফকে জনতার ধাওয়া।

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন