রামগড়ে বাঙালি কৃষক উচ্ছেদ চেষ্টা: সন্ত্রাসীদের দখলদারির নতুন কৌশল।

0

নিজস্ব প্রতিবেদক | হিলনিউজবিডি

খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নের লালছড়ি, পূর্ব লালছড়ি, গরুকাটা এবং হাসুকপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে বাঙালিদের জমি দখলের চেষ্টা চলছে। সর্বশেষ ঘটনায়, কৃষক আবুল কালামকে তার নিজস্ব পাঁচ একর জায়গা থেকে উচ্ছেদের চেষ্টা চালিয়েছে পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ এর সন্ত্রাসীরা।

কৃষক আবুল কালাম দীর্ঘদিন ধরে তার জমিতে বাগানবাড়ি গড়ে তুলেছেন। কিন্তু সেখানে তার বসবাস মেনে নিতে পারছে না ইউপিডিএফ সন্ত্রাসীরা। অভিযোগ রয়েছে, তাকে এলাকা ছাড়তে বাধ্য করতে মোটা অঙ্কের চাঁদা দাবি করা হয়েছিল। দাবিকৃত চাঁদা না দেওয়ায় তার গরু-ছাগল চুরি করা হয় এবং বাগানের ফলন্ত গাছ কেটে ফেলা হয়।

তবে এত কিছুর পরও তিনি জায়গা ছাড়তে রাজি হননি। এর পরিপ্রেক্ষিতে গত ১০ ফেব্রুয়ারি তার বাগান থেকে পানির পাম্প মেশিনটি চুরি করে নিয়ে যায় সন্ত্রাসীরা। এই ঘটনায় তিনি বিজিবির খাগড়াবিল ক্যাম্পে অভিযোগ জানান।

বিজিবিকে অবহিত করার পর থেকেই তার ওপর আরও বেশি চাপ আসতে থাকে। সন্ত্রাসীরা তাকে ফাঁসানোর জন্য পাশের একটি উপজাতীয় বসতিতে আগুন লাগিয়ে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেয়। তবে বিজিবি এবং স্থানীয়রা সরেজমিন তদন্ত করে অভিযোগের সত্যতা পাননি।

এরপরও সন্ত্রাসীরা থেমে থাকেনি। গত ১৩ ফেব্রুয়ারি রাতে কালামের বাড়ি ভাঙচুর করা হয়। শুধু তিনি নন, পুরো এলাকার বাঙালি পরিবারগুলো এখন নিরাপত্তাহীনতায় ভুগছে।

এলাকাবাসী অভিযোগ করেছেন, বারবার প্রশাসনের কাছে অভিযোগ দিয়েও কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তারা অবিলম্বে দোষীদের গ্রেপ্তার এবং সন্ত্রাসীদের দখলদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

স্থানীয় জনপ্রতিনিধিরাও বিষয়টি গুরুত্ব সহকারে দেখার প্রতিশ্রুতি দিয়েছেন। তবে বাস্তবে এর প্রতিকার কবে হবে, তা নিয়ে সন্দিহান স্থানীয়রা।

রামগড়ের লালছড়ি, পূর্ব লালছড়ি, গরুকাটা ও হাসুকপাড়ায় বাঙালি পরিবারগুলো দীর্ঘদিন ধরে অন্যায়ভাবে নিপীড়নের শিকার হচ্ছে। প্রশাসনের নীরবতায় সন্ত্রাসীরা দখলদারির নতুন কৌশল নিয়ে এগোচ্ছে। এ ধরনের ঘটনা অবিলম্বে বন্ধ করতে হলে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা এবং দোষীদের আইনের আওতায় আনা জরুরি।

আগের পোস্টমাটিরাঙ্গা সেনা জোন কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান।
পরের পোস্টবিলাইছড়িতে সেনাবাহিনীর চিকিৎসা সেবা প্রদান।

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন