রাঙামাটিতে মাদক সংক্রান্ত বিরোধ থেকে মারামারি: পুলিশ আটক করেছে একজনকে।

0

রাঙামাটি প্রতিনিধি:

রাঙামাটি শহরের জিমনেসিয়ামের সামনে রবিবার (২ মার্চ) রাত পৌনে ১০ টার দিকে মাদক সংক্রান্ত বিরোধে মারামারির ঘটনা ঘটে। এসময় রাঙামাটি সরকারি কলেজের গাড়ি চালক সুমন চাকমা নামের একজন গুরুতর আহত হন। হাত ও শরীরে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় সুমন চাকমাকে রাঙামাটি জেনারেল হাসপাতাল থেকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এদিকে সুমন চাকমার হামলায় একইভাবে আহত হয়েছে মোঃ খোকন নামের এক বাঙালি যুবক।

স্থানীয়রা জানিয়েছেন, এই ঘটনায় আঞ্চলিক সংগঠন সমর্থিত কিছু ব্যক্তিরা সোশ্যাল মিডিয়ায় উস্কানিমূলক পোস্ট ছড়িয়ে দিচ্ছে, যা পরিস্থিতি আরও উত্তপ্ত করে তুলছে। ইতোমধ্যে, বাঙালি খোকনকে অভিযুক্ত করে প্রচারণা চালাচ্ছেন। জানা গেছে, মাদক সংক্রান্ত একটি কথা-কাটাকাটি থেকে শুরু হয় বিরোধ, যা পরবর্তীতে মারামারিতে পরিণত হয়। এতে দুজনেই আহত হন। স্থানীয়দের মতে, উভয় পক্ষই মাদকসেবী ছিল।

আহত সুমন চাকমার অবস্থা বর্তমানে আশঙ্কামুক্ত বলে জানা গেছে। তবে, এই ঘটনায় পরিস্থিতি আরও জটিল হতে পারত কিন্তু প্রশাসন তৎপর হওয়াতে পরিস্থিতি তা হয়নি। কিছু উগ্র পাহাড়ি সংগঠন, যেমন পাহাড়ি ছাত্র পরিষদ, এই ঘটনাকে সাম্প্রদায়িক দাঙ্গায় পরিণত করতে চেষ্টা করেছিল। তবে, বর্তমানে রাঙামাটি শহরের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এদিকে, রাঙামাটি কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং আহত মোঃ খোকনকে চিকিৎসাধীন অবস্থায় আটক করেছে। পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে।

 

আগের পোস্টদীঘিনালায় দুস্থ-অসহায়দের ইফতারসামগ্রী দিল সেনাবাহিনী।
পরের পোস্টবান্দরবানের সন্ত্রাসবাদ ও পর্যটন শিল্পের অন্তঃসারশূন্যতা।

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন