পবিত্র মাহে রমজান উপলক্ষে কাপ্তাই সেনা জোনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ।

0

আরমান হোসেন | কাপ্তাই

সম্প্রীতি, সহমর্মিতা ও উন্নয়নের ধারাবাহিকতায় রাঙ্গামাটি রিজিয়নের কাপ্তাই সেনা জোন (অটল ছাপ্পান্ন) পবিত্র মাহে রমজান উপলক্ষে স্থানীয় গরীব ও অসচ্ছল পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করেছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) কাপ্তাই সেনা জোন সদরে আয়োজিত এই মহতী কর্মসূচিতে উপস্থিত ছিলেন নবাগত জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এসএম মাহমুদুল হাসান সোহাগ, পিএসসি। এ সময় তিনি নিজ হাতে সুবিধাভোগীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন। বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল ছোলা, মুড়ি, খেজুর, ভোজ্য তেল, চিনি এবং সেমাই—যা সুবিধাবঞ্চিত মানুষের জন্য এক বিশেষ উপহার।

ইফতার সামগ্রী পেয়ে স্থানীয় অসচ্ছল পরিবারগুলো কাপ্তাই সেনা জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। এই সময় নবাগত জোন কমান্ডার বলেন, “পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও সহমর্মিতার নিদর্শনস্বরূপ কাপ্তাই সেনা জোন সবসময় জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই একত্রে থাকব এবং একে অপরকে সহায়তা করব—এটাই আমাদের প্রত্যাশা।”

কাপ্তাই সেনা জোনের এই মহৎ উদ্যোগ পার্বত্য অঞ্চলে সামরিক-বেসামরিক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

 

আগের পোস্টপার্বত্য চট্টগ্রামে সমঅধিকার আন্দোলনের পুনর্জাগরণ: বাঙালি সংগঠনের নতুন দিগন্ত।
পরের পোস্টনওমুসলিম নিরাপত্তাহীনতায় ভুগছেন, লামায় খ্রিস্টান মিশনারিদের হুমকি।

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন