নিউজ ডেস্ক
পার্বত্য চট্টগ্রামে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে প্রয়োজনীয় সব উদ্যোগ সেনাবাহিনী নেবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেন, “আমরা চাই এই অঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকুক, আর সেই শান্তি রক্ষায় সেনাবাহিনী সব ধরনের দায়িত্ব পালনে প্রস্তুত।”
আজ রোববার (১৩ এপ্রিল) রাজধানীর আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। সেনাপ্রধান বলেন, “আজকের এই আয়োজন সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত। ভিন্ন মত ও সংস্কৃতির মানুষ একত্র হয়ে যে সংহতির বার্তা দিয়েছে, তা আমাদের জাতিগত ঐক্যেরই প্রমাণ।” তিনি আরও জানান, “আমরা চাই গৌতম বুদ্ধের অহিংস নীতির আলোকে একটি শান্তিময় দেশ গড়ে উঠুক, এবং সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি।”
নিজের অভিজ্ঞতার কথা উল্লেখ করে জেনারেল ওয়াকার বলেন, “আমার কর্মজীবনের বড় একটি সময় কেটেছে পার্বত্য চট্টগ্রামে। সেখানে কাজ করার অভিজ্ঞতা থেকে বুঝি, মতপার্থক্য থাকলেও পারস্পরিক শ্রদ্ধাবোধ অপরিহার্য।” তিনি সবাইকে পার্বত্য অঞ্চলে শান্তিশৃঙ্খলা রক্ষায় নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব পালনের আহ্বান জানান।