লামার মিরিঞ্জা পাহাড়ে বৃক্ষহীনতা, ধ্বংসের দ্বারপ্রান্তে পার্বত্য প্রকৃতি।

0

লামা প্রতিনিধি

পর্যটনের নামে পাহাড় কেটে গাছপালা উজাড় করে ফেলা, বন বিভাগের নির্লজ্জ প্রশ্রয়, আর কাঠ চোরাকারবারিদের আগ্রাসনে আজ লামা উপজেলার ঐতিহ্যবাহী “মিরিঞ্জা পাহাড়” শূন্য হয়ে গেছে বৃক্ষরাজিতে। একসময় সবুজে মোড়ানো মিরিঞ্জা পাহাড় আজ হয়ে উঠেছে বিবর্ণ, রুক্ষ, ধূলিধূসর এক ন্যাড়া পাহাড়।

ভূ-পৃষ্ঠ থেকে প্রায় ২ হাজার ফুট উঁচু এই পাহাড়টি একসময় ছিল পর্যটকদের অন্যতম গন্তব্য, আর স্থানীয় জীববৈচিত্র্যের জন্য এক নিরাপদ আশ্রয়। কিন্তু আজ তা পরিণত হয়েছে এক ভয়াবহ পরিবেশগত বিপর্যয়ের নিদর্শনে।

সাম্প্রতিক সময়ে স্যাটেলাইট লাইভ থেকে ১৯ এপ্রিল সন্ধ্যা ৬:১৫ মিনিটে তোলা একটি চিত্রে দেখা যায়, এই পাহাড়জুড়ে গাছগাছালি নেই বললেই চলে। বিশাল এলাকা জুড়ে লালচে-মাটি আর উন্মুক্ত পর্বতমালা যেন নিরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে বন ধ্বংসের। ছবিটি ধারণ করেছেন এসকে খগেশপ্রতি চন্দ্র।

পরিবেশবাদীরা বলছেন, এই ধ্বংসযজ্ঞের পেছনে রয়েছে একটি সুসংগঠিত অবৈধ কাঠ চোরাকারবারি সিন্ডিকেট, যারা বন বিভাগের অসাধু কর্মকর্তাদের মদদে বছরের পর বছর ধরে পাহাড়ি গাছ নিধন করছে। প্রশাসনের নিরবতা ও কিছু অসাধু কর্তাব্যক্তির প্রত্যক্ষ সহায়তায় বনভূমি পরিণত হচ্ছে উন্মুক্ত ন্যাড়া ভূমিতে।

মিরিঞ্জা সানরাইজ পয়েন্ট ও আশপাশের এলাকায় বর্তমানে কোনো প্রকার পুনঃবনায়নের চিহ্ন নেই। পর্যটন সম্প্রসারণের আড়ালে ব্যাপকভাবে বনভূমি উচ্ছেদ করে স্থাপন করা হচ্ছে রিসোর্ট ও কটেজ। ফলে ধ্বংস হচ্ছে প্রাকৃতিক ভারসাম্য, বাড়ছে ভূমিধসের ঝুঁকি।

বিশেষজ্ঞদের মতে, এভাবে চলতে থাকলে ভবিষ্যতে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলেই দেখা দেবে মরুকরণ (Desertification)। ঝরে যাবে জলাধারের উৎস এবং বিলুপ্ত হবে স্থানীয় জীববৈচিত্র্য।

পরিবেশ সংরক্ষণ আন্দোলনের দাবি, অবিলম্বে লামার মিরিঞ্জা পাহাড়ে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ, অবৈধ কাঠ পাচার সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং বন বিভাগের দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা-কর্মচারীদের বরখাস্ত করতে হবে।

এই চিত্র প্রতিফলিত হয়েছে প্রকৃতির আর্তনাদ—যা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে, আমরা যদি এখনই না জাগি, তাহলে পার্বত্য চট্টগ্রামের সবুজ প্রকৃতি ধ্বংস হয়ে যাবে চিরতরে।

 

 

আগের পোস্টআন্তর্জাতিক গোষ্ঠী পার্বত্যকে বিভক্ত করে আলাদা করতে চায়: অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
পরের পোস্টপাহাড়ে ইউপিডিএফ বয়কটের ডাক।

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন