ঐকমত্য কমিশনের সাথে ইউপিডিএফ’র বৈঠক নিয়ে উদ্বেগ প্রকাশ।

0

নিউজ ডেস্ক 

আগামী ১৫ মে অনুষ্ঠাতব্য জাতীয় ঐকমত্য কমিশনের সাথে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর বৈঠক নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (১৩ মে) সকালে শাহবাগে জুলাই মঞ্চে এক সংবাদ সম্মেলনে এ উদ্বেগ প্রকাশ করেন ব্লগার, অ্যাক্টিভিস্ট ইঞ্জিনিয়ার থোয়াই চিং মং চাক।

তিনি বলেন, ইউপিডিএফ কোনো রাষ্ট্র স্বীকৃত সংগঠন নয়, বরং একটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী। পার্বত্য চট্টগ্রামের সমস্যাকে জাতীয় সমস্যা উল্লেখ করে বলেন, এর সমাধানে সকল জাতিগোষ্ঠীর অংশগ্রহণ জরুরি।

এ সময় একক কোনো সংগঠনের সাথে বৈঠক করে সমাধান আসবে না বলেও দাবি করেন তিনি। বলেন, এতে বিভ্রান্তি ছড়ানোর আশঙ্কা থাকে। একইসাথে ইউপিডিএফসহ সকল বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে অপসারণসহ পাহাড় থেকে চাঁদাবাজি ও সন্ত্রাস রোধে রাষ্ট্রীয় পদক্ষেপের দাবিও জানান তিনি।

ব্লগার, অ্যাক্টিভিস্ট ইঞ্জিনিয়ার থোয়াই চিং মং চাক দীর্ঘদিন থেকে পার্বত্য চট্টগ্রামের অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী সংগঠনগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করে আসছেন। চাকমা সংগঠন কর্তৃক অন্যান্য ক্ষুদ্র জাতিসত্তার মানুষের অধিকার হরনের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালনকারী একজন পাহাড়ি ব্লগার।

আগের পোস্টরাঙামাটিতে কথিত যৌন হয়রানির অভিযোগে বাঙালিকে বেধড়ক মারধর।
পরের পোস্টরাঙ্গামাটি রাবিপ্রবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক কনফারেন্স।

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন