খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ি জেলায় সাম্প্রতিক উত্তেজনার পর এবার জেলা শহরের য়ংড বৌদ্ধ বিহারকে ঘিরে হামলা ও নাশকতার চেষ্টা ব্যর্থ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতের দিকে বিহারের পাশের সড়ক থেকে তিন পাহাড়ি যুবককে আটক করা হয়।
আটককৃতদের কাছ থেকে দেশীয় অস্ত্র, দা, লাঠি এবং একটি ব্যাগ উদ্ধার হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এর আগে, পাহাড়ি এক কিশোরীর উপর সংঘটিত ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে ইউপিডিএফ সমর্থিত ‘জুম্ম ছাত্র-জনতা’-এর ব্যানারে সকাল-সন্ধ্যা অবরোধ আহ্বান করা হয়। ভোর থেকে শুরু হওয়া এই অবরোধে চট্টগ্রাম-খাগড়াছড়ি, খাগড়াছড়ি-রাঙামাটি ও খাগড়াছড়ি-সাজেক সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে ও গাছ ফেলে রাস্তা অবরোধ করা হয়। ইউপিডিএফ সংগঠনগুলো মসজিদে হামলা এবং বাঙালিদের উপর হামলা ও দোকানপাট লুটপাট ও ভাংচুর করে। এর আগে ২৬ সেপ্টেম্বর সেনা টহলে হামলা করে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুপুর দুইটায় জেলা সদর ও পৌরসভা এলাকায়, এবং বিকেল তিনটার দিকে গুইমারায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন। তবে সন্ধ্যার দিকে উত্তেজনা আরও বৃদ্ধি পায় এবং অবরোধকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।