করোনা মোকাবেলায় খাগড়াছড়ি সেনা রিজিয়নের উদ্যোগে ও মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর ব্যবস্থাপনায় মানবিক সহায়তা।
প্রেস রিলিজ: ০৮ মে, ২০২১ খ্রিঃ
করোনা ভাইরাস মোকাবেলায় দেশব্যাপী মানুষের জন্য খাগড়াছড়ি সেনা রিজিয়নের মানবিক সহায়তা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় ০৮ মে ২০২১ তারিখে খাগড়াছড়ি সেনা রিজিয়নের উদ্যোগে ও মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর ব্যবস্থাপনায় মারিশ্যা সদর এলাকার অর্ধশতাধিক পরিবারের মধ্যে নিত্য দিনের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সহায়তা হিসেবে প্রতিটি পরিবারকে ৫ কেজি চাল,১ কেজি ডাল, ১ লিটার তেল, ২ কেজি আলু ও ১ কেজি করে পেঁয়াজসহ করোনা ভাইরাস প্রতিরোধী মাস্ক প্রদান করা হয়।
করোনা মহামারী শুরুর পর থেকেই দেশের সংকটময় মূহুর্তে জনসাধারণের সেবায় এগিয়ে আসে খাগড়াছড়ি সেনা রিজিয়ন ও রিজিয়নের অধীনস্থ সেনা এবং বিজিবি জোন সমূহ । করোনা মহামারী ও দেশের সংকটাপন্ন অবস্থা শেষ না হওয়া পর্যন্ত দেশের মানুষের সহায়তায় নিরাপত্তা বাহিনীর এই ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।