রাঙ্গামাটি সেনা রিজিয়নের সদর জোন কর্তৃক বিশেষ অভিযানে ইউপিডিএফ সন্ত্রাসী অস্ত্র সহ গ্রেফতার।

0

গত ৩১ জুলাই ২০২১ খ্রিস্টাব্দে ৩ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পার্বত্য অঞ্চলের
সশস্ত্র চাঁদাবাজদের গ্রেফতারের জন্য রাঙ্গামাটি রিজিয়নের সদর জোন কর্তৃক বরকল
উপজেলার ছোট কাট্টালী এলাকার গভীর জঙ্গলে সেনাবাহিনী একটি বিশেষ অভিযান চালায়।
উক্ত অভিযানে ইউপিডিএফ (মূল)-এর সশস্ত্র সন্ত্রাসী ও চাঁদা সংগ্রহকারী সুরেন চাকমা (৩৬),
অন্নাসং চাকমা (8৫), অনিল চাকমা (১৯) এবং সাইমন চাকমা (৪০) কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি একে-২২ রাইফেল, ৭৭ রাউন্ড এ্যামুনিশন, একটি
ম্যাগাজিন, একটি ওয়াকিটকি সেট, একটি সোলার চার্জার, চাঁদা সংগ্রহের রশিদ বই, ০৪ টি
মোবাইল সেট, ০১ টি হাতঘড়ি, ০১টি ভুয়া আইডি কার্ড, রাষ্ট্র বিরোধী শ্লোগান সম্বলিত
ব্যানার, নগদ ৬৩,৫৯২.০০ টাকা ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে রাঙ্গামাটির বিভিন্ন উপজেলায় সন্ত্রাস ও চাঁদাবাজির মাধ্যমে অস্থিরতা সৃষ্টি করে আসছিল এবং তারা ইউপিডিএফ (মূল)-এর সশস্ত্র শাখার সক্রিয় সদস্য বলে জানা যায়।

জোন অধিনায়ক, রাঙ্গামাটি জোন জানান, এই অভিযান পাবর্ত্য চট্টগ্রামের অস্ত্রধারী
সন্ত্রাসী, চাঁদাবাজ ও আঞ্চলিক সশস্ত্র সংগঠন গুলোর বিরুদ্ধে একটি সফল অভিযান এবং
পার্বত্য চট্টগ্রামে শান্তি বজায় রাখতে নিরাপত্তা বাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে
বলে আশা করা যায়।

আগের পোস্টগুইমারা রিজিয়ন ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের পক্ষ থেকে পাহাড়ী ও বাঙালীদের মানবিক সহায়তা প্রদান।
পরের পোস্টখাগড়াছড়ি মহালছড়ির মাইচছড়িতে উপজাতি স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগটি মিথ্যা ও বানোয়াট।

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন