অদ্য শনিবার (২৫ ফেব্রুয়ারি) ২০২২ খ্রিস্টাব্দে রাঙ্গামাটি রিজিয়নের কাপ্তাই জোন কর্তৃক কাকছড়ি এলাকায় একটি স্পেশাল টহল পরিচালনা করা হয়।
তথ্য সূত্রানুযায়ী, উক্ত এলাকায় জেএসএস (মূল) এর ৭-৮ জনের একটি সন্ত্রাসী দল অবস্থান করছিল বলে জানা যায়। সেনা টহলের উপস্থিতি বুঝতে পেরে জেএসএস (মূল) এর সন্ত্রাসীরা টহল দল পৌঁছানোর আগেই উক্ত এলাকা হতে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল থেকে ১টি দেশীয় অস্ত্র, ২টি ফ্লেয়ার, ৩টি মোবাইল, ১টি কার্তুজ, ২ সেট ইউনিফর্ম, ১টি ব্যাগ ও ১২টি সিম কার্ড উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জামাদি পরবর্তীতে চন্দ্রঘোনা থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে মামলা দায়ের এর প্রক্রিয়া চলমান রয়েছে। পার্বত্য চট্টগ্রামে শান্তি শৃংখলা বজায় রাখতে সেনাবাহিনীর এ ধরনের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে।