সম্প্রীতি ও উন্নয়নের অংশ হিসেবে ম্যারিশ্যা জোন কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২২ শুরু হয়েছে।

0

খাগড়াছড়ি সেনা রিজিয়নের নির্দেশনা মোতাবেক সম্প্রীতি ও উন্নয়নের অংশ হিসেবে অদ্য ১৮ মে ২০২২ খ্রিস্টাব্দে ৩ ঘটিকায় মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর খেলার মাঠে অত্র জোনের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত জোন কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২২ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়। উক্ত জোন কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২২ এর প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন জোন কমান্ডার, মারিশ্যা জোন ও অধিনায়ক, মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)।

উদ্বোধনী ম্যাচে কাচালং নবীন সংঘ বনাম পশ্চিম মুসলিম ব্লক যুব উন্নয়ন ক্লাব অংশগ্রহণ করে। উল্লেখ্য মোট ১৬টি দল এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। আগামী ০১ জুন ২০২২ইং তারিখ ফাইনাল খেলার মাধ্যমে জোন কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২২ এর পরিসমাপ্তি হবে।

বিজ্ঞপ্তি প্রেরক- জোন কমান্ডার, মারিশ্যা জোন এবং অধিনায়ক, মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)।

আগের পোস্টসেচ্ছায় শ্রমের নামে ইউপিডিএফ এর ভাঁওতাবাজি।
পরের পোস্টবাঘাইছড়ি জনপদে দুই আতঙ্কিত নাম বড় ঋষি চাকমা ও সুদর্শন চাকমা।

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন