খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলাধীন দেওয়ান পাড়া মিশনারী আশ্রম এলাকায় অদ্য ০২ সেপ্টেম্বর ২০২২ খ্রিস্টাব্দ সকাল ১০ ঘটিকায় ইউপিডিএফ প্রসিত সন্ত্রাসী চীপ কালেক্টর ও ভারপ্রাপ্ত পরিচালক অংথোয়াই মারমা প্রকাশ আগুন প্রতিপক্ষ সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়। এর জেরধর ইউপিডিএফ সন্ত্রাসীরা গুইমারায় হঠাৎ ঢাকা-খাগড়াছড়ি সড়ক অবরোধ করে যানবাহনে আগুন দেয়। বাইল্যাছড়িতে ব্রিজের উপর আগুন দিয়েছে সন্ত্রাসীরা। দু’পাশে আটকা পড়েছে শত শত গাড়ি। এছাড়াও কয়েকটিস্থানে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে রেখেছে।
জেএসএস সংস্কার ও ইউপিডিএফ গণতান্ত্রিক এর সন্ত্রাসী কর্তৃক অংথোয়াই মারমা প্রকাশ আগুন নিহত হলেও তাদের কিছু করতে পারেনি ইউপিডিএফ৷ এই ঘটনাটি সন্ত্রাসীদের মধ্যকার কোন্দল এবং আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে সংঘাত। ইউপিডিএফ কেন এখানে বাঙ্গালীদের যানবাহনে হামলা করবে এবং আগুন দিবে? কেন বাঙ্গালীরা বারবার ক্ষতিগ্রস্তের শিকার হবে? ইউপিডিএফ যেসব ধ্বংসাত্বক কর্মকাণ্ড করে তা থেকে প্রমাণিত হয় যে, ইউপিডিএফ একটি সন্ত্রাসী সংগঠন৷ সরকারের উচিত ইউপিডিএফকে নিষিদ্ধ করা এবং সংগঠনের বিরুদ্ধে মামলা করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা।
এভাবে কোনো কারণ ছাড়া পার্বত্য বাঙ্গালীদের উপর হামলা, নির্যাতন ও অত্যাচার মেনে নেওয়া যায়না! বিষয়টি খুবি দুঃখজনক এবং নিন্দনীয়।