সেনাবাহিনীর কাপ্তাই জোনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ।

0

অদ্য ১৫ জানুয়ারি ২০২৩ খ্রিস্টাব্দে (রবিবার) সেনাবাহিনীর রাঙ্গামাটি রিজিয়নের কাপ্তাই জোনের সার্বিক তত্ত্বাবধানে কাপ্তাই আর্মি ক্যাম্পে শীতবস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

এ সময় রাঙ্গামাটি রিজিয়নের কাপ্তাই জোনের ভারপ্রাপ্ত জোন কমান্ডার দায়িত্বপূর্ণ এলাকার স্থানীয় পাহাড়ী ও বাঙ্গালী জনসাধারণের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। উল্লেখ্য, ইতোমধ্যেই কাপ্তাই জোনের রাজস্থলী আর্মি ক্যাম্প এবং বাংগালহালিয়া আর্মি ক্যাম্প কর্তৃক সর্বমোট ১১০ জন শীতার্ত জনসাধারণের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনী তথা কাপ্তাই জোন সর্বদা আর্ত-মানবতার সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় অত্র জোন দায়িত্বপূর্ণ এলাকার ক্ষুদ্র-নৃ জনগোষ্ঠীসহ সকল জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে জনসাধারণের জীবনযাত্রার মান উন্নয়ন এবং যে কোন প্রয়োজনে সর্বদা নিরলসভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে আশাবাদ ব্যক্ত করেন কাপ্তাই জোনের ভারপ্রাপ্ত জোন কমান্ডার।

আগের পোস্টআজ সম্প্রীতি ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এর পর্দা নামলো।
পরের পোস্ট১০ আর ই ব্যাটালিয়ন সেনা কর্তৃক ধনপাতা বাজার হতে অস্ত্রসহ জেএসএস সন্তু সন্ত্রাসী আটক।

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন