প্রতাপ দাশ, বান্দরবান
সরই ইউনিয়ন রেংয়েন কার্বারী পাড়ায় বারার কোম্পানির বিশাল ভূমি বেদখলের অংশ হিসেবে প্রথমে ছন-বাঁশ দিয়ে একটি বৌদ্ধ বিহার নির্মাণ করলেও এবার চারাগাছ ও পাহাড় কেটে ৫টি ঘর নির্মাণ করলেন জেএসএস সমর্থিত ভূমিদস্যূরা।
বান্দরবান লামা উপজেলার সরই ইউনিয়ন রেংয়েন সরেজমিনে রাবার কোম্পানির বাগানে গিয়ে দেখা যায় চারাগাছ কেটে এবং পাহাড় কেটে ছোট ছোট ৫টি ঘর তৈরি করেছে। এবং তা প্রসারিত করার কাজ চলমান রেখেছে।
সাম্প্রীতিক সময়ে অশোক নামে একটি বৌদ্ধ বিহার নির্মাণ করলেও এবার বড় পরিসরে ভূমি বেদখলের অংশ হিসেবে বিশাল এরিয়া জুড়ে ৫টি ঘর নির্মাণ করেছে। রাবার কোম্পানির এসব ভূমি বেদখলের জন্য দীর্ঘদিন থেকে পার্বত্য চট্টগ্রাম জন সংহতি সমিতি (জেএসএস) তৎপরতা চালাচ্ছে৷ এলাকাটি দুর্গম হওয়াই নিরাপত্তা বাহিনীর অনুপস্থিতিতে কাজে লাগিয়ে সন্ত্রাসীরা স্থানীয় ভূমিদস্যুদের ব্যবহার করে বিশাল ভূমি দখল করছে।