সমতলের বিষয়ে সরকার ও নিরাপত্তা বাহিনীকে প্রশ্নবিদ্ধ করতে প্রোপাগান্ডা করছে কেএনএফ।

0

প্রোপাগান্ডা এমন ধরনের পক্ষপাতমূলক ও ভ্রান্ত তথ্য যা সামাজিক, রাজনৈতিক আঞ্চলিক বিষয়বস্তুর দৃষ্টিভঙ্গি বা উদ্দেশ্যের প্রচারণায় ব্যবহৃত হয়। পার্বত্য চট্টগ্রামের সন্ত্রাসী সংগঠনগুলোর বর্তমান শক্তির উৎস প্রোপাগান্ডা। মিথ্যা ও ভ্রান্ত তথ্য ছড়িয়ে দিয়ে প্রতিপক্ষকে বেকায়দায় ফেলার জন্য এই পন্থাকে সময়ের সেরা হাতিয়ার হিসেবে ব্যবহার করছে পাহাড়ের সন্ত্রাসী সংগঠনগুলো।

The Daily Star বাংলা পত্রিকার অনলাইন ভার্সনে গত ৩ জুন ২০২৪ তারিখে ” আমার সামনে আম্মুর চুল ফ্যানের সঙ্গে বেঁধে ঝুঝিয়ে দেয় পুলিশ” শিরোনাম ও পুলিশ হেফাজতে নারীর মৃত্যু নামে একটি সংবাদ প্রকাশিত হয়। কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) কর্তৃক পরিচালিত Palian4 নামের একটি ফেসবুক সোশ্যাল প্রোফাইল থেকে উক্ত সংবাদটি কেএনএফ তাদের পরিচালিত সোশ্যাল মিডিয়ায় গত ৪ জুন প্রকাশিত করে।

এসময় Palian4 শেয়ার করে লিখে “রাষ্ট্র তুমি আসলেই নিষ্ঠুর।”

এই ধরনের উদ্দেশ্যমূলক ক্যাপশন দিয়ে সমতলের বিষয়ে পোস্ট করে সার্বিকভাবে সরকার ও নিরাপত্তা বাহিনীকে প্রশ্নবিদ্ধ করতে প্রোপাগান্ডা করছে কেএনএফ। পার্বত্য চট্টগ্রামের সঙ্গে সমতলের এই ঘটনার কোনপ্রকার সংশ্লিষ্টতা নেই। সমতলের ঘটনার উদাহরণ পাহাড়ে টেনে নিয়ে আসা উদ্দেশ্যেপ্রণোদীত প্রোপাগান্ডা। পার্বত্য চট্টগ্রামে এধরনের ঘটনার ইতিহাস নেই। শুধু শুধুই সম্প্রীতি বিনষ্ট করতে কেএনএফ বিভিন্ন অপকৌশলের আশ্রয় নিয়েছে।

যুক্তির খাতিরে যদি বলি, পাহাড় বলেন আর সমতল বলেন কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটে। সেটা তদন্তের বিষয়। উল্লেখযোগ্য হলো, উপরোক্ত ঘটনা এখনো তদন্তাধীন রয়েছে। ঘটনার সত্য মিথ্যা তদন্তের পরে জানা যাবে প্রকৃত ঘটনা কী? তদন্তের পূর্বে রাষ্ট্রের বিরুদ্ধে এধরনের ঢালাওভাবে মন্তব্য করা উদ্দেশ্যমূলক প্রক্রিয়া। সমতলের বিচ্ছিন্ন ঘটনাকে পূঁজি করে কেএনএফ সরকার ও নিরাপত্তা বাহিনীকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা সূদুর প্রসারিত। পার্বত্য চট্টগ্রামের হত্যা ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্ম দামাচাপা দিতেই কেএনএফ সমতলের ঘটনা টেনে এনে রাষ্ট্রের বিরুদ্ধে প্রোপাগান্ডা ও ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করেছে। এমন ধরনের পক্ষপাতমূলক ও ভ্রান্ত তথ্য রুখে দাঁড়াতে সজাগ দৃষ্টি আশু প্রয়োজনীয়।

আগের পোস্টতরুণ বম সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে কেএনএফ।
পরের পোস্টঅখ্যাত কল্পনা চাকমা অপহরণ নিয়ে প্রতীকী ফাঁসি কর্মসূচী ভাঁওতাবাজি।

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন