পার্বত্য চট্টগ্রাম চুক্তি বিরোধী সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ মূলদল কর্তৃক গত ২২ জুন দিবাগত রাত্রে বাঙ্গালী বাগান মালিক জসিম উদ্দিন ও রহমত উল্যাহ দুই ভাইয়ের প্রায় ৫ একর সৃজন করা মিশ্র ফলজ বাগান ধ্বংস করে কয়েক কোটি টাকা ক্ষতিসাধন করেছে।
জানা যায়, খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় উপজেলার পাকলাপাড়ায় সন্ত্রাসীরা এই অমানবিক কাজ করে। এভাবে ফলজ গাছ কেটে ফেলা অমানবিক কাজ হিসেবে নিন্দা জানিয়েছেন স্থানীয়রা।
বাগানের মালিক জসিম উদ্দিন ও রহমত উল্যাহ পাকলাপাড়া এলাকায় প্রায় ১৫ বছর ধরে বাণিজ্যিকভাবে মিশ্র ফলজ পেঁপেঁ, পেয়ারা বাগান ও গ্রীষ্মকালীন সবজি চাষ করে আসছিলো।
জানা যায়, ইউপিডিএফ মূলদল বিপুল পরিমাণ চাঁদা দাবি করে আসছিল বাগান মালিক দু’ভাই থেকে। নির্ধারিত সময়ে দাবিকৃত চাঁদা দিতে না পারার কারণে কোটি টাকা পরিমাণে মিশ্র ফলজ বাগান রাত্রের আধারে কেটে ধ্বংস করে দেয় সন্ত্রাসীরা।
পার্বত্য চট্টগ্রামে বাঙ্গালী হওয়া কী অপরাধ? বাঙ্গালীরা উপজাতি সন্ত্রাসীদের দাবিকৃত চাঁদা দিতে ব্যর্থ হলে জানমালের উপর ক্ষতি সাধন করে পাহাড় থেকে বাঙ্গালী নির্মূলে চেষ্টা করে সন্ত্রাসীরা। এই চেষ্টা দীর্ঘদিন চলমান থাকলে পাহাড়ে বাঙ্গালী শূন্য হতে বেশি সময় লাগবে না।