সেনা চাই পাহাড়ে।

0
27

সেনা চাই পাহাড়ে।

হায় হায়! আহা রে!
ভুল থেকে
বলছে কে
সেনা নয় পাহাড়ে ?

নয় কোনো অপবাদ!
জনতার
উপকার –
এ কী তার অপরাধ?

দুর্যোগে, বন্যায়
ত্রাণ দেয়
প্রাণ দেয়
এ কী তার অন্যায়?

এই সেনা হটালে
পাহাড়ির
বাঙালির
ঘটবে কি কপালে?

তুলে নিলে সেনাকে
অচিরেই
হারাবেই
তিনখানি জেলাকে!

বিপদের বঁধু তাই
আহা রে
পাহাড়ে
সেনা থাক-শুধু চাই।

আগের পোস্টচট্টগ্রামের পাহাড়ী অঞ্চলে চাকমা তথা উপজাতীয়রা মূলতঃ অনুপ্রবেশকারী
পরের পোস্টপাহাড়ের সাধারণ মানুষের পাশে সেনাবাহিনী

রিপ্লাই দিন

আপনার কমেন্ট লিখুন
আপনার নাম লিখুন