হৃদয় নিংড়ানো আত্মচিৎকারেও পাহাড়ী সন্ত্রাসী-উগ্রবাদীদের মন গলেনি!

0
55

 

পাহাড়ে উপজাতীয় মেয়েদের ঘায়েল করতে বাঙ্গালীর সাথে সম্পর্ক থাকার তকমা প্রয়োজন হয় শুধু!!

নারী নির্যাতন নিয়ে নারীবাদী, কতিপয় বুদ্ধিজীবি, মানবাধিকার সংস্থা ও একশ্রেণীর মানুষ সবসময় চুলচেরা বিশ্লেষণ করে থাকে। অথচ পাহাড়ে স্বজাতি কর্তৃক নারী নির্যাতন হলে তারা চুপচাপ থাকে! পাহাড়ে সভ্য যুগেও মেয়েরা ভয়ংকর নির্যাতনের শিকার হয় স্বজাতি পুরুষ কর্তৃক। আর এ নারী নির্যাতন নিয়ে সবাই রহস্যজনক ভাবে নিশ্চুপ। শুধুমাত্র বাঙ্গালী ছেলেদের সাথে কথা বলার মিথ্যা অজুহাতে মেয়েদের দিনের পর দিন নির্যাতন ও গণধর্ষণ করে যায় সন্ত্রাসী সহ উগ্রবাদীরা। মোটা অংকের জরিমানা আদায় সহ বেশিরভাগ সময় হত্যা করা হয়। সমাজের কাছে মেয়েদের পরিবারকে কোনঠাসা করা হয়। জাত রক্ষার নামে এভাবে উপজাতীয় মেয়েদের মধ্যযোগীয় কায়দায় নির্যাতন করা হয়। যখন কোন মেয়েকে ভোগ করতে বর্থ্য হয় তখন বাঙ্গালীর সঙ্গে সম্পর্ক করার মিথ্যা অজুহাত দিয়ে তাকে ঘায়েল করা হয়। দেশে আইন থাকতে এবং মেয়েদের অভিভাবক পিতা-মাতা ও ভাই থাকার সত্বেও সন্ত্রাসী কিংবা উগ্রবাদীরা এভাবে ধরে এনে কি নির্যাতন করতে পারে??

আজকে কয়েকটি ভিডিও দিলাম, এ ভিডিও গুলোতে উপজাতীয় মেয়েদের সন্ত্রাসী উগ্রবাদী জানোয়ার কর্তৃক নির্যাতনের ভয়াবহ চিত্র উঠে এসেছে।

ভিডিও

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here