রাঙ্গামাটিতে মাতৃত্বকালীন ভাতা বিতরণ ও হেলথ ক্যাম্প অনুষ্ঠিত!

0
141

 

‘‘শেখ হাসিনার বারতা-নারী-পুরুষ সমতা’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙ্গামাটি জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে কর্মজীবি ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচীর আওতায় মাতৃত্বকালীন ভাতা বিতরণ ও হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

১৯ সেপ্টেম্বর বুধবার সকালে রাঙ্গামাটি জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত মাতৃত্বকালীন ভাতা বিতরণ ও হেলথ ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ।

রাঙ্গামাটি জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের জেলা কর্মকর্তা হোসনে আরা বেগমের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি প্যানেল মেয়র জামাল উদ্দিন, পৌর কাউন্সিলর কালায়ন চাকমা, স্কুল হেলথ ক্লিনিক মেডিক্যাল অফিসার ডাঃ নিলুফার ইয়াসমিন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাঙ্গামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ বলেন, দেশের মানুষকে অর্থনৈতিক ভাবে মুল উন্নয়নের ধারায় ফিরিয়ে আনতে সরকার কাজ করছে। যাতে করে দেশের মানুষ পিছিয়ে না থাকে। তাই সরকারের এই উদ্দেশ্য সফল করতে সবাইকে এক হয়ে কাজ করার আহবান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here