ভূষণছড়াতে বিজিবি কর্তৃক মানবিক সহায়তা প্রদান হরিণা জোন।

0
64

পার্বত্য জেলার বরকল উপজেলায় কোভিড-১৯ দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সর্বাত্মক লকডাউনে হরিণা জোনের দায়িত্বপূর্ণ এলাকা ভূষণছড়ায় গত ৩১ মে ১৯৮৪ সালে ঐতিহাসিক নির্মম হত্যাকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে অদ্য ০৩ জুন ২০২১ তারিখে বিএ-৮২৩১ মেজর মোঃ নাজমুস সাকিব, জোন উপ অধিনায়ক, হরিণা জোন কর্তৃক সকাল ১১০০ ঘটিকায় ৬০টি পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান করেন। প্রতিটি পরিবারের জন্য ০৫ কেজি চাল, ০৩ কেজি ডাল, ০২ কেজি আটা, ০১ কেজি লবণ, ০১
কেজি তৈল এবং ০২ কেজি আলু সর্বমোট ৬০ টি পরিবারের মাঝে বিতরণ করা হয়। উল্লেখ্য, দেশের কঠিন সময়ের এ ক্রান্তিলগ্নে এলাকার অসহায় জনগণ বিজিবি’র নিঃস্বার্থ এ সহযোগীতায় অত্যন্ত খুশি। এ সময় জোন উপ অধিনায়ক বলেন, হরিণা জোনের বিভিন্ন এলাকায় মানবিক সহায়তা প্রদান অতীতের ন্যায় ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here