গুইমারা রিজিয়ন ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের পক্ষ থেকে পাহাড়ী ও বাঙালীদের মানবিক সহায়তা প্রদান।

0
48



পার্বত্য জেলা খাগড়াছড়িতে স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখার লক্ষ্যে গুইমারা রিজিয়ন নিয়মিতভাবে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে। দায়িত্বপূর্ণ এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সুবিধা বঞ্চিত মানুষদের মাঝে ত্রাণ বিতরণ, শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানে বিভিন্ন সহায়তা প্রদান, গরীব ছাত্র-ছাত্রীদের আর্থিক সহায়তা প্রদানের পাশাপাশি বিভিন্ন আর্থ সামাজিক উন্নয়ন কর্মকান্ড পরিচালনার মাধ্যমে খাগড়াছড়ি জেলা তথা দেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছে।


এরই ধারাবাহিকতায় ২৮ জুলাই ২০২১ খ্রিস্টাব্দে বুধবার সকালে গুইমারা সরকারি কলেজের মাঠে, গুইমারা রিজিয়ন কমান্ডাররের পক্ষ থেকে স্টাফ অফিসার, জি এস ও টু (ইন্ট) অত্র রিজিয়নের প্রত্যন্ত এলাকার ১৫০জন সুবিধাবঞ্চিত পাহাড়ী-বাংগালী মানুষের মাঝে ত্রাণ সামগ্রি প্রদান করেন। এ সময় গুইমারা রিজিয়নের অন্যান্য স্টাফ অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here