সেনা অভিযানে ১০ লাখ টাকার ভারতীয় অবৈধ ঔষধ ও প্রসাধনী উদ্ধার;পাচারকারী আটক।

0
39

প্রেস বিজ্ঞপ্তি

রোববার (০১ আগষ্ট ২০২১) রাত সাড়ে ৯টার দিকে মাটিরাঙ্গা জোনের আওতাধীন গুইমারা উপজেলা ২নং রাবার বাগান এলাকার বীর মোহন ত্রিপুরার বাড়িতে অভিযান চালিয়ে এসব অবৈধ ভারতীয় ঔষধ ও প্রসাধনী উদ্ধার করে মাটিরাঙ্গা জোন। এসময় ভারতীয় ঔষধ ও প্রসাধনী সামগ্রী পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে বীর মোহন ত্রিপুরা (৫৯) নামে একজনকে আটক করেছে নিরাপত্তা বাহিনী।

সরকারী ট্যাক্স ফাঁকি দিয়ে অবৈধ পথে আনা ভারতীয় ঔষধ ও প্রসাধনী পাচারের প্রস্তুতি নেয়া হচ্ছে, এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাটিরাঙ্গা জোনের জোনাল স্টাফ অফিসার মেজর ইউসুফ মোহাম্মদ আবদুল্লাহ এর নেতৃত্বে মাটিরাঙ্গা জোনের আওতাধীন গুইমারা উপজেলার ২নং রাবার বাগান এলাকার বীর মোহন ত্রিপুরার বাড়িতে অভিযান চালিয়ে বস্তাভর্তি অবৈধ ভারতীয় ঔষধ ও প্রসাধনী উদ্ধার করে নিরাপত্তা বাহিনী। যার বাজারমুল্য আনুমানিক ১০ লাখ টাকা। উদ্ধারকৃত অবৈধ ভারতীয় ঔষধ সামগ্রীসহ আটককৃত বীর মোহন ত্রিপুরাকে গুইমারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ সময় জোন কমান্ডার, মাটিরাঙ্গা জোন বলেন, চোরাকারবারীদের যেকোন মুল্যে প্রতিরোধ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here