১০-০ গোলে জিতল ইংল্যান্ড

0
51

হ্যারিকেনের চার গোলে স্যান মারিনোকে ১০-০ গোলে বিধ্বস্ত করে কাতার বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে ইংল্যান্ড।

সোমবার রাতে মাত্র ১৫ মিনিটের ব্যবধানে অধিনায়ক হ্যারি কেইনের একার চার গোলসহ গুনে গুনে ১০ বার স্যান ম্যারিনোর জালে বল প্রবেশ করিয়েছে তারা। দলের বিশাল জয়ে একাই চার গোল করে এলিট ক্লাবে ঢুকেছেন হ্যারি কেইনও। আলবেনিয়ার বিপক্ষে আগের ম্যাচেও হ্যাটট্রিক করেছিলেন তিনি।

কেইনের এই রেকর্ড গড়ার দিন স্কোরশিটে নাম তুলেছেন ইংল্যান্ডের আরও পাঁচ খেলোয়াড়। তারা হলেন- হ্যারি মাগুইরে, এমিল স্মিথ রো, টাইরন মিংস, ট্যামি আব্রাহাম ও বুকায়ো সাকা। অন্য গোলটি ছিলো আত্মঘাতী।

ম্যাচের ২৭ মিনিটের মাথায় স্কোরলাইন ৩-০ করেন তিনি। এরপর ৩১, ৩৯ ও ৪২ মিনিটে জাল কাঁপিয়ে নিজের ডবল হ্যাটট্রিকসহ দলের স্কোর বানিয়ে ফেলেন ৬-০। দ্বিতীয়ার্ধে সতীর্থদের আরও চার গোলে ইংল্যান্ড জিতেছে ১০-০ গোলে।

ইউরোপিয়ান অঞ্চলের বাছাইয়ে আই গ্রুপ থেকে ১০ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে বিশ্বকাপ নিশ্চিত করেছে ইংল্যান্ড। সমান ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে প্লে-অফে লড়বে পোল্যান্ড। অন্যদিকে স্যান ম্যারিনো হেরেছে ১০ ম্যাচের সবকয়টি। এই ১০ ম্যাচে তারা হজম করেছে ৪৬টি গোল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here