পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১০ম বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

0
90

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১০ম বৈঠক গতকাল রবিবার সকালে (১৯ ডিসেম্বর) সংসদ সচিবালয়ের সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে। স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব দবিরুল ইসলামের সভাপতিত্বে উক্ত বৈঠক অনুষ্ঠিত হয়।

সভায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, রাঙ্গামাটির দীপংকর তালুকদার এমপি, চট্টগ্রাম রাউজানের এবিএম ফজলে করিম চৌধুরী এমপি, খাগড়াছড়ির কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, মীর মোসতাক আহমেদ রবি এমপি, পার্বত্য সংরক্ষিত মহিলা আসনের সাম্প্রদায়িক বাসন্তী চাকমা এমপি, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোছাঃ হামিদা বেগমসহ কমিটির সদস্য এবং বিভিন্ন বিভাগ ও দপ্তরের প্রধান ও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

একটি গোপন সূত্র জানায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, দীপংকর তালুকদার এমপি, কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি ও বাসন্তী চাকমা এমপি সহ মোট ৪ জন উপজাতি এমপি পার্বত্য চুক্তি বাস্তবায়নের জন্য খুবি তৎপর।

বৈঠকে পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৪ তম বর্ষ পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম চুক্তির বাস্তবায়ন অগ্রগতিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এছাড়া চুক্তি বাস্তবায়নের প্রতি জোর দেওয়া হয়।

চুক্তি বাস্তবায়নের জন্য মন্ত্রণালয়ের পদক্ষেপ গুলো এবং সামনে করণীয় বিষয় নিয়ে দীর্ঘসময় আলোকপাত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here