অকুতোভয় সিঃ ওয়াঃ অফিঃ হাবিব রহমান ও রক্তাত সৈনিক ফিরোজের রক্ত বৃথা যেতে পারেনা

0
42

বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলার ১৮ কোটি মানুষ কখনো এই দেশপ্রেমিক শহীদ ও গাজী সেনাদের ভুলবে না। যতদিন রইবে চন্দ্র, সূর্য ও তাঁরা ততদিন রইবে বাংলার মাটিতে হে বীর তোমাদের অবিস্মরণীয় অবদান। তোমরা দেশের তরে দিয়েছো প্রাণ ও রক্ত। তোমরা বাংলা মায়ের অকুতোভয় সন্তান। পার্বত্য চট্টগ্রামের মাটিও মানুষের হৃদয়ে তোমরা রইবে বীর ভেসে। সমগ্র পাহাড়ে মাটি আজ তোমাদের রক্তে লাল। তোমরা আমাদের জন্য করে গেছো লড়াই সংগ্রাম। নিঃস্বার্থ ভাবে তোমরা দেশের জন্য দিয়ে গেছো প্রাণ ও তাজারক্ত। আমরা কী ভুলিতে পারি তোমাদের এই অবদান।

পার্বত্য সন্ত্রাসীরা হায়েনা, তারা তোমাদের হত্যা করে বাংলার মাটি কখনো দখল করতে পারবে না। তোমাদের রক্তের বিনিময়ে পার্বত্য চট্টগ্রাম হবে বাংলার প্রাণ। তোমাদের অসীম সাহসে বাংলার বুকে জন্ম নিবে তোমাদের মতো হাজারো বীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাবিবুর রহমান ও সৈনিক ফিরোজ হোসেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here