লক্ষীছড়িতে সেনা অভিযানে অস্ত্রসহ ইউপিডিএফ পোস্ট পরিচালক আটক।

0
72


খাগড়াছড়ি জেলার লক্ষীছড়ি উপজেলার দুর্গম ডিপিপাড়া এলাকা হতে লক্ষীছড়ি সেনা জোন কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে ইউপিডিএফ মূলদলের পোস্ট পরিচালককে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতারকৃত দত্ত চাকমা দীর্ঘ দিন থেকে ইউপিডিএফ (মূল) সশস্ত্র সন্ত্রাসী দলের একজন সক্রিয় সদস্য এবং বর্তমানে পোস্ট পরিচালকের দায়িত্বে নিয়োজিত। এছাড়াও তার বিরুদ্ধে চাঁদাবাজি ও খুনের মামলাসহ একাধিক সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত থাকার অভিয়োগ রয়েছে। গ্রেফতারের সময় তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল, তিন রাউন্ড তাজা গোলাবারুদ, এক কেজি গাজা, চাদা আদায়ের রশিদ, চাদার হিসাব রেজিস্টার ইত্যাদি উদ্ধার করা হয়।

পাহাড়ে শান্তি শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখতে এ ধরণের বিশেষ অভিযান কে সাধুবাদ জানিয়েছে এলাকার সচেতন জনগণ। লক্ষীছড়ি সেনা জোনের জোন কমান্ডার বলেন, পাহাড়ে স্থিতিশীলতা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সেনাবাহিনীর চলমান অভিযান ভবিষ্যতে আরো জোরদার করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here