ইয়াবাসহ পুলিশ কর্মকর্তা গ্রেফতার

0
31

 

 

 

নড়াইলে এসআই মানিক চন্দ্র সাহাকে (৩৫) ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর রাতে জেলার সদর থানার নাকশি-মাদ্রাসা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নাকশী-মাদ্রাসা এলাকায় অভিযান চালিয়ে মানিক চন্দ্র সাহাকে ১’শ ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে নড়াইল সদর থানায় মাদক আইনে মামলা হয়েছে। গ্রেফতারকৃত মানিককে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নড়াইলের সিনিয়র এএসপি (সার্কেল) মো. মেহেদী হাসান জানান, গ্রেফতারকৃত মানিক চন্দ্র সাহা সর্বশেষ কুষ্টিয়া থেকে বদলী হয়ে রেলওয়ে পুলিশের হেডকোয়ার্টারে যোগদান করা কথা ছিল। তবে তিনি বর্তমানে মেডিক্যাল ছুটিতে ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here