রাঙ্গামাটিতে জাতির পিতার ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২২ উপলক্ষে বই বিতরণ।

0
60

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২২ উপলক্ষে রাঙ্গামাটি পার্বত্য জেলার শিক্ষা ব্যবস্থার মানােন্নয়নে বিভিন্ন বিদ্যালয়ের লাইব্রেরীর জন্য বই বিতরণ করা হয়।

অদ্য বৃহস্পতিবার (১৭ মার্চ ২০২২ খ্রিস্টাব্দ) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২২ উপলক্ষে পার্বত্য চট্টগ্রামের শিক্ষা ব্যবস্থার মানােন্নয়নের অংশ হিসেবে গৃহীত পদক্ষেপের আওতায় বাংলাদেশ সেনাবাহিনীর রাঙ্গামাটি রিজিয়ন কর্তৃক ০৫টি বিদ্যালয়ের লাইব্রেরীর জন্য বই প্রদান কর্মসূচীর আয়ােজন করা হয়। এ সময় রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেলে ইমতাজ উদ্দিন, এনডিসি, পিএসসি রাঙ্গামাটি পার্বত্য জেলার ০৫টি বিদ্যালয়ে লাইব্রেরীর জন্য বই প্রদান করেন এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন “জাতির পিতার আদর্শে উজ্জীবিত হয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার মাধ্যমে দেশ ও জাতি গঠনে সম্মুখ ভূমিকা পালনে এগিয়ে আসার আহবান জানান”। এছাড়াও তিনি পার্বত্য চট্টগ্রামের শিক্ষার প্রসারে সেনাবাহিনী কর্তৃক ভবিষ্যতে এধরনের আরও উন্নয়মূলক কর্মকান্ড পরিচালনার ব্যাপারে আশ্বাস প্রদান করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here